একস্ট্রা টাইমের একেবারে শেষ মুহূর্তে হ্যারি ম্যাগুইরে গোল করলেন। লিওঁর বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখলো ম্যানচেস্টার ইউনাইটেড। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দুই লেগ মিলে ৭-৬ গোলের অগ্রগামিতায় তারা নিশ্চিত করলো সেমিফাইনাল।
প্রথম লেগ হয়েছিল ২-২ গোলে ড্র। বৃহস্পতিবার ওল্ড ট্রাফোর্ডে ম্যানইউ জিতলো ৫-৪ গোলে। দ্বিতীয় লেগে দুই গোলের লিড নিয়েও ৯০ মিনিটে জেতার সুযোগ হাতছাড়া করে তারা। ২-২ গোলে স্কোর সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। রায়ান চেরকি ও আলেক্সান্দ্রে ল্যাকাজেত্তের গোলে লিওঁ সেমিফাইনালের দ্বারপ্রান্তে ছিল।
নির্ধারিত সময়ের খেলায় ১০ জনের দল হওয়ার পরও লিওঁ স্বাগতিকদের বিদায়ের শঙ্কায় ফেলে। তবে ইউনাইটেড ঠিক ঘুরে দাঁড়ায়। ১২১তম মিনিটে ম্যাগুইরের হেডে ওল্ড ট্রাফোর্ড উল্লাস ফেটে পড়ে।
দলগত প্রচেষ্টায় ১০ মিনিটে ম্যানইউ এগিয়ে যায় ম্যানুয়েল উগার্তের গোলে। স্বাগতিকদের দুই গোলের লিড এনে দেন ডিওগো ডালট, বিরতির ঠিক আগে।
দ্বিতীয়ার্ধে ম্যানইউকে অস্বস্তির মধ্যে ফেলে লিওঁ। ছয় মিনিটের মধ্যে দুটি গোল করেন তোলিসো ও নিকোলাস তাগলিয়াফিকো। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত ৩০ মিনিটের খেলাতে ৫ মিনিটের ব্যবধানে অতিথিরা জোড়া গোল করে ম্যানইউর বুকে কাঁপন ধরায়। তবে একজন কম নিয়ে খেলা লিওঁ নিয়ন্ত্রণ হারায়। ১১৪ মিনিটে ব্রুনো ফের্নান্দেস পেনাল্টিতে ব্যবধান কমান। ছয় মিনিট পর কোবি মাইনু লড়াইয়ে সমতা ফেরালে শেষটা জমে ওঠে। কাসেমিরোর ক্রসে শেষ মুহূর্তে হেড করে জাল কাঁপান ম্যাগুইরে।
ইউরোপিয়ান মঞ্চে প্রথম দল হিসেবে ম্যানইউ ১২০তম মিনিটে দুই গোল করলো। বড় কোনও উয়েফা প্রতিযোগিতার ইতিহাসে এই প্রথমবার অতিরিক্ত সময়ে রেকর্ড পাঁচ গোল হলো। সেমিফাইনালে ম্যানইউর প্রতিপক্ষ অ্যাথলেটিকে ক্লাব।
অ্যাথলেটিক দ্বিতীয় লেগে ২-০ গোলে জিতেছে। দুই লেগ মিলিয়ে ২-০ গোলের অগ্রগামিতায় শেষ চারে স্প্যানিশ ক্লাব।
আইন্ত্রাখট ফ্রাঙ্কফুর্টের মাঠে ১-০ গোলে জিতেছে টটেনহাম হটস্পার। দুই লেগ মিলিয়ে ২-১ গোলের অগ্রগামিতায় সেমিফাইনালে তারা। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বোদো/গ্লিমট। লাৎসিওর বিপক্ষে দারুণ প্রত্যাবর্তনের পর পেনাল্টি শুটআউটে বোদো/গ্লিমট ৩-২ গোলে জিতেছে।