অন্য ফেডারেশনগুলোকেও হামজার মতো প্রবাসী আনার নির্দেশ এনএসসির

ইংলিশ ফুটবল লিগে খেলা হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলছেন। তার আগমনে দেশের ফুটবলে শোরগোল পড়ে যায়। হামজার মতোই যেন অন্য খেলাগুলোতে প্রবাসীরা থাকেন, সেদিকে জোর দিতে বলা হয়েছে। অন্য ফেডারেশনগুলোকে প্রবাসী খেলোয়াড় আনার নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

শুধু ফুটবলই নয়, সব খেলাতেই যোগ্য প্রবাসী খেলোয়াড় নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বুধবার এই নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে পদক্ষেপ নিতে সব ফেডারেশনকে অনুরোধ করেছে এনএসসি। এমনকি ফেডারেশনগুলোকে সহযোগিতা করতে ক্রীড়া মন্ত্রণালয় যে যথেষ্ট আগ্রহী তাও জানিয়ে দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে ওই চিঠিতে উল্লেখ রয়েছে। পাশাপাশি কোনও ফেডারেশন বা ক্রীড়া সংস্থা এই সংক্রান্ত উদ্যোগ গ্রহণ করলে অভিভাবক প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদও পাশে থাকবে। সবশেষ বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান প্রবাসী জিমন্যাস্ট জ্যাক আশিকুল ইসলামের অনুকূলে বাংলাদেশি পাসপোর্ট প্রদানের উদ্যোগ গ্রহণ প্রক্রিয়ায় জাতীয় ক্রীড়া পরিষদ সম্পৃক্ত রয়েছে।