ভুটানের নারী ফুটবল লিগে আগেই গেছেন সাবিনা-সানজিদারা। এবার তাদের পথ অনুসরণ করে সেখানে গেলেন জাতীয় দলের অন্যতম ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার।
সবার সঙ্গে কৃষ্ণার আগেই যাওয়ার কথা থাকলেও ওয়ার্ক পারমিট জটিলতায় সেটা আটকে যায়। এখন সমস্যা সমাধান হওয়ায় বুধবার সকালে ভুটান গেছেন তিনি।
সব মিলিয়ে বাংলাদেশের ১০ নারী ফুটবলার- সাবিনা খাতুন, মাসুরা পারভীন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা, রুপনা চাকমা, সানজিদা আক্তার, শামসুন্নাহার সিনিয়র,সুমাইয়া ও কৃষ্ণা রানী সরকার ভুটানের লিগে খেলবেন।
এর মধ্যে কৃষ্ণা, মাসুরা, রুপনা ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলবেন। সাবিনা, ঋতুপর্ণা, সুমাইয়া ও মনিকা খেলবেন পারো এফসিতে। থিম্পু সিটির প্রতিনিধিত্ব করবেন সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার সিনিয়র।