‘রিয়াল মাদ্রিদ ইজ রিয়াল মাদ্রিদ’

চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে কঠিন পরীক্ষার মুখে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে তাদের ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে আর্সেনাল। বুধবার দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে। রিয়াল মাদ্রিদ লিজেন্ড মার্সেলো অবশ্য সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। তার বিশ্বাস রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নদের এখনও বাতিলের খাতায় ফেলা যাবে না।

প্রথম লেগে আর্সেনালের দর্শনীয় দুটি ফ্রি কিকেই কপাল পুড়েছে মাদ্রিদের। কার্লো আনচেলত্তির দলকে এখন কঠিন পথ পাড়ি দিতে হবে। এই ক্লাবটির হয়ে ৫টি চ্যাম্পিয়ন্স লিগ জেতা মার্সেলো বলেছেন, এই ক্লাবটির জন্য অন্তত কোনও লক্ষ্যই বড় কিছু নয়। 

মার্সেলোর এমন বিশ্বাসের কারণ, চ্যাম্পিয়ন্স লিগে অবিশ্বাস্য সব প্রত্যাবর্তনের জন্ম দেওয়ার ইতিহাস আছে রিয়াল মাদ্রিদের। মেক্সিকোতে ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘রিয়াল মাদ্র্রিদকে কেউ বাতিলের খাতায় ফেলতে পারবে না। অবশ্য তিন গোলের অগ্রগামিতা মানে বিশাল কিছু। কিন্তু আমি সব সময়ই রিয়ালকে নিয়ে ভাবি। তাদের ওপর অনেক আস্থা আছে যে, তারা ঘুরে দাঁড়াতে পারবে। এটা মনে রাখতে হবে, রিয়াল মাদ্রিদ ইজ রিয়াল মাদ্রিদ। তারা সব সময়ই ঘুরে দাঁড়ায়।’  

মার্সেলো রিয়াল মাদ্রিদ ছেড়েছেন ২০২২ সালে। এই সপ্তাহে তিনি মেক্সিকোতে সাবেক মাদ্রিদ ও বার্সেলোনা খেলোয়াড়দের নিয়ে ক্লাব লিজেন্ডস ক্লাসিকোতে খেলবেন। তার মতে দ্বিতীয় লেগটা বার্নাব্যুতে বলেই প্রত্যাবর্তন সম্ভব, ‘ফিরতি লেগটা বার্নাব্যুতে। সমর্থকরা অকুণ্ঠ সমর্থন জোগাবে এবং খেলোয়াড়রাও আত্মবিশ্বাসী যে এটা এখানেই সম্ভব। অবশ্য আমরা জানি না কী ঘটবে। কিন্তু আমাদের বিশ্বাস আছে রিয়াল মাদ্রিদ অবশ্যই ফিরবে।’