পূর্ণ মনোযোগ নিয়ে মাঠে নামতে চায় বার্সা

নিজেদের কাজটা প্রথম দেখাতেই করে রেখেছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে তারা। তবু দ্বিতীয় লেগকে সামনে রেখে স্প্যানিশ জায়ান্টরা ভীষণ সতর্ক। মঙ্গলবার রাত ১টায় তারা মাঠে নামবে।  

আত্মবিশ্বাসী বার্সা সব প্রতিযোগিতা মিলিয়ে এখনও ২৪ ম্যাচ অপরাজিত। কিন্তু এই ছন্দটাকেও বড় করে নিজেদের মনোযোগ হারাতে নারাজ কাতালান দল। দলটির কোচ হানসি ফ্লিক যেমন বলেছেন, ‘এই দলের ওপর অনেক আস্থা। অনেকগুলো ম্যাচ গেছে, যেগুলো আমরা হারিনি। সেজন্য অবশ্যই গর্বিত।’ 

তিনি মনে করেন, ‘পুরো দল মিলে যা করছে, সেটা উপভোগ করা উচিত। আমরা ম্যাচের জন্য প্রস্তুত। মূলত নিজেদের জন্য ও সফররত দর্শকদের জন্যই ভালো খেলতে চাই। এই মুহূর্তে মনোযোগ হারাতে চাই না।’

ফিরতি লেগের ম্যাচটা হবে সিগনাল ইদুনা পার্কে। ডর্টমুন্ডের ঘরের মাঠ বলেই ম্যাচটা নিয়ে বেশি করে ভাবছেন ফ্লিক, ‘আমাদের দলের মান অনেক উঁচুতে। প্রতিটি ম্যাচ কেন্দ্র করে বিষয়গুলো আমলে নেই। তবে ডর্টমুন্ডের মাঠে কোয়ার্টার ফাইনাল সব সময়ই কঠিন।’

একই সময় রাতে মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা ও পিএসজি। প্রথম লেগে পিছিয়ে পড়েও সেটা ৩-১ গোলে জিতেছে ফরাসি জায়ান্টরা। ইংলিশ ক্লাবটি অবশ্য প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে। ঘরের মাঠে সমর্থকদের পাশে নিয়ে সেটা করে দেখাতে চান অ্যাস্টন ভিলা কোচ উনাই এমেরি।