মেজর লিগ সকারে মৌসুমে প্রথমবারের মতো হোঁচট খেলো ইন্টার মায়ামি। শিকাগো ফায়ারের বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা।
অথচ বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি খেলতে আসবেন দেখে শিকাগোর ঘরের মাঠ সোলজার ফিল্ডে হাজির হয়েছিলেন রেকর্ড দর্শক। কিন্তু ৬২ হাজার ৩৫৮ দর্শকের সামনে দৃঢ়তা দেখিয়ে মায়ামিকে রুখে দিয়েছে স্বাগতিক দল।
শিকাগো দলের কোচ সাবেক যুক্তরাষ্ট্র কোচ গ্রেগ বেরহাল্টার। তিনি এমন কৌশল অবলম্বন করেছিলেন, মায়ামির দুই তারকা মেসি ও লুই সুয়ারেজ খুব বেশি সুযোগ তৈরি করতে পারেননি।
পুরো ম্যাচ খেলা মেসির সেরা সুযোগটি আসে তৃতীয় মিনিটে। বক্সের বাইরে থেকে মেসি শট নিলেও সেটা ডাইভ করে দারুণভাবে সেভ করেন শিকাগো গোলকিপার ক্রিস ব্র্যাডি।
স্বাগতিক দলও গোলের সুযোগ পেয়েছে দু’বার। কিন্তু প্রতিবারই হতাশ করেছে। প্রথমার্ধে মাউরিসিও পিনেডার শট সেভ করেছেন অস্কার উস্তারি। তার পর ফিলিপ জিনকারনেগাল দুরূহ কোণ থেকে শট নিলে সেটা গিয়ে আঘাত করে পোস্টের বাইরের দিকে।
বিরতির আগে সুবর্ণ সুযোগটা পেয়েছিলেন সুয়ারেজ। কিন্তু নোয়াহ অ্যালেনের ভাসানো বল বারের ওপর দিয়ে মেরে সুযোগ নষ্ট করেন তিনি।
বিরতির পর শিকাগো চাপ তৈরি করতে পেরেছিল। শেষ দিকে তো সুবর্ণ সুযোগ ছিল গোল করার। কিন্তু মায়ামি গোলকিপারের দৃঢ়তায় জাল কাঁপাতে পারেনি তারা।