দ্বিতীয় প্রিমিয়ার লিগ শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেলো লিভারপুল। ওয়েস্ট হ্যাম ইউনাইটডকে ২-১ গোলে হারিয়েছে তারা। অবশ্য এদিন আবার এক মৌসুমে বেশি গোলে অবদান রাখার লিগ রেকর্ড ভাঙার কীর্তি গড়েছেন মোহাম্মদ সালাহ।
লিভারপুলে নিজের দুই বছর চুক্তির মেয়াদ বাড়ানোয় সেটা উদযাপনের উপলক্ষ হিসেবে প্রথম গোলে অ্যাসিস্ট করেন মিশরীয় ফরোয়ার্ড। গোল করেন লুইস দিয়াস। তাতে প্রিমিয়ার লিগে এক মৌসুমে ৪৫তম গোলে অবদান রাখার অনন্য কীর্তি গড়েছেন সালাহ।
অবশ্য ১৮ মিনিটের অগ্রগামিতার পর শেষ দিকে পয়েন্ট হারানোর শঙ্কাতেও পড়েছিল লিভারপুল। ওয়েস্ট হ্যাম চাপ তৈরি করায় ভুলে নিজেদের জালে বল পাঠিয়ে দেন অ্যান্ডি রবার্টসন। যদিও শেষ পর্যন্ত অনাকাঙ্ক্ষিত কিছু হতে দেননি ভার্জিল ফন ডাইক। ৮৯ মিনিটে কর্নার থেকে হেড করে স্কোরলাইন ২-১ করেন ডাচ ডিফেন্ডার।
এই জয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা আর্সেনালের চেয়ে ১৩ পয়েন্টের লিড পেয়ে গেছে লিভারপুল। শীর্থে থাকা ক্লাবটির সংগ্রহ ৭৬ পয়েন্ট।