ভুটানে লিগ খেলতে গেলেন আরও পাঁচ নারী ফুটবলার 

আগেই ভুটানের জাতীয় নারী ফুটবল লিগে খেলতে গেছেন বাংলাদেশের চার নারী ফুটবলার। এবার ঢাকা ছাড়লেন আরও পাঁচজন।  

রবিবার সকালে ভুটানের রাজধানীর উদ্দেশে দেশ ছেড়েছেন মাসুরা পারভীন, রুপনা চাকমা, সানজিদা আক্তার, মারিয়া মান্দা ও শামসুন্নাহার জুনিয়র।  

মাসুরা ও রুপনা খেলবেন থিম্পু সিটি এফসির হয়ে। বাকি তিনজন ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলবেন। ফরোয়ার্ড কৃষ্ণা রানি সরকারও ট্রান্সপোর্ট ইউনাইটেডে চুক্তিবদ্ধ হয়েছেন।  কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার ওয়ার্ক পারমিট না মেলায় বাকিদের সঙ্গে তিনি সফর করতে পারেননি। 

এর আগে গত ৬ এপ্রিল ভুটানের লিগে খেলতে গেছেন সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। তাদের সবাই পারো এফসির হয়ে খেলবেন। 

ভুটানের লিগ শুরু হবে ২৫ এপ্রিল। চলবে চার মাস পর্যন্ত।