আবাহনীর পরীক্ষিত খেলোয়াড় রাফায়েল অগাস্তো। এবার প্রিমিয়ার লিগের ফিরতি পর্বে খেলতে এসে প্রথম ম্যাচেই নিজের জাত আবারও চিনিয়েছেন। ব্রাজিলিয়ান মিডফিল্ডারের নৈপুণ্যে আকাশি-নীল জার্সিধারিরা ঢাকা ওয়ান্ডারার্সকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে। জোড়া গোল করেছেন অগাস্তো। এছাড়া অধিনায়ক মোহাম্মদ হৃদয় ও সুমন রেজা একটি করে গোল করে দলের বড় জয়ে দারুণ ভূমিকা রেখেছেন।
শনিবার গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে আবাহনীকে প্রথমার্ধে আটকে রেখেছিল ওয়ান্ডারার্স। আক্রমণ করেও গোল পায়নি মারুফুলের হকের দল। এমেকা ওগবাহ-রাফায়েলদের আক্রমণ নস্যাৎ করে দেন প্রতিপক্ষের ডিফেন্ডাররা। তবে বিরতির পর আবাহনীকে আর আটকে রাখা যায়নি। একের পর এক গোল এসেছে।
৪৮ মিনিটে আসে আবাহনীর প্রথম গোল। বক্সের ভেতরে থেকে একজনের শট গোলকিপার ফিরিয়ে দিলে সামনে থাকা রাফায়েল দারুণ এক ফিনিশিংয়ে দলকে এগিয়ে দিয়েছেন। তিন মিনিট পর আবাহনী ব্যবধান দ্বিগুণ করে। এমেকা ওগবাহের ক্রসে সুমন রেজা ৬ গজের মধ্যে থেকে প্লেসিং করে দেন। পেছনে দু’জন ডিফেন্ডার থাকলেও তারা কিছু করতে পারেননি।
৫৫ মিনিটে ওয়ান্ডারার্স পেনাল্টি থেকে ব্যবধান কমায়। আগুয়ান এক ফুটবলারকে বক্সের ভেতরে বাধা দেন মিতুল মারমা। রেফারি বিটুরাজ বড়ুয়া পেনাল্টির নির্দেশ দিলে স্পট কিক থেকে সাকিব বেপারি মিতুলের বিপরীত দিক দিয়ে জোরালো শটে জাল কাঁপিয়েছেন। দুই মিনিট পর আবাহনী তৃতীয় গোল পায়। রাফায়েলের কর্নারে মোহাম্মদ হৃদয় প্লেসিং করে দলকে এগিয়ে নেন।
৮৪ মিনিটে রাফায়েল অগাস্তো নিজের দ্বিতীয় ও দলের হয়ে চতুর্থ গোল করে ওয়ান্ডারার্সকে পুরোপুরি ম্যাচ থেকে ছিটকে দেন।
দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জে শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ফর্টিস এফসি ২-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে।
লিগে আবাহনী ১১ ম্যাচে অষ্টম জয়ে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। সমান ম্যাচে ওয়ান্ডারার্স নবম হারে আগের চার পয়েন্টে নবম স্থানে রয়েছে। ফর্টিস এফসি ১১ ম্যাচে চতুর্থ জয়ে ১৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে। সমান ম্যাচে ব্রাদার্স আগের ১৫ পয়েন্টে ষষ্ঠ স্থানেই আছে।