৮ স্কুল নিয়ে শুরু হচ্ছে বাফুফের নতুন প্রতিযোগিতা

নতুন একটি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শুক্রবার পুর্বাচলের ফর্টিস জলসিড়ি গ্রাউন্ডে শুরু হবে ঢাকা’স রাইজিং স্টার্স ২০২৫।

রাজধানীর আটটি ইংলিশ মিডিয়াম স্কুল দুটি বয়সভিত্তিক গ্রুপ অনূর্ধ্ব-১২ ও অনূর্ধ্ব-১৪ বিভক্ত হয়ে খেলবে।

অনূর্ধ্ব-১২ বিভাগে সাত স্কুলের আটটি দল ইন্টারন্যাশনাল স্কুল অব ঢাকা, স্কলাশটিকা মিরপুর, স্কলাশটিকা উত্তরা, আগা খান অ্যাকাডেমি, স্যার জন উইলসন স্কুল, অরোরা ইন্টারন্যাশনাল স্কুল ও স্প্রিংডেল ইন্টারন্যাশনাল স্কুল অংশ নেবে।

অনূর্ধ্ব-১৪ বিভাগে ছয় স্কুল আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল, স্যার জন উইলসন স্কুল, আগা খান অ্যাকাডেমি, স্কলাশটিকা মিরপুর, ইন্টারন্যাশনাল স্কুল অব ঢাকা ও স্কলাশটিকা উত্তরা খেলবে।

দুই বিভাগেই দলগুলো দুটি গ্রুপে বিভক্ত হবে এবং প্রত্যেক গ্রুপের শীর্ষ দুটি দল উঠবে সেমিফাইনালে।

প্রত্যেক শুক্রবার ও শনিবার হবে ম্যাচগুলো। দুটি ফাইনালই হবে ৯ মে।