পিএসজির মাঠে দুয়ো, অপমানের শিকার মার্তিনেজ

ম্যাচের আগে ঘটনার সূত্রপাতটা এমিলয়ানো মার্তিনেজই করেছিলেন। অ্যাস্টন ভিলার হয়ে পিএসজির বিপক্ষে ফ্রান্সে খেলতে গেলেও আর্জেন্টিনার ক্যাপ পরে গেছেন তিনি। ম্যাচের আগেই পিএসজি সমর্থকদের একভাবে ক্ষেপিয়ে দিয়েছেন। যে ক্যাপে ছিল আর্জেন্টিনার পতাকা, সঙ্গে খচিত ফিফা বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও ফিনালিসিমার ট্রফি। সেখানে আবার আড়াল করা হয়েছে ফরাসিদের জাতীয় প্রতীক হিসেবে পরিচিত মোরগের ছবি!  

অবশ্য তিনি হয়তো ভেবেই নিয়েছিলেন ফরাসি ক্লাবটির মাঠে খেলতে গেলে তাকে বৈরী আচরণের মুখোমুখি হতে হবে। ম্যাচের দিন অবশ্য তার ব্যতিক্রম হয়নি। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল অ্যাস্টন ভিলা। বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে স্বাগতিক সমর্থকরা ভালোভাবে গ্রহণও করেনি। বুধবার চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগের আগে দুয়ো,অপমানের শিকার হতে হয়েছে তাকে।

ফ্রেঞ্চ ক্রীড়া দৈনিক লেকিপ অবশ্য তাকে ‘উস্কানিদাতা বিশেষজ্ঞ’ বলে আখ্যা দিয়েছে।

মাঠের বাইরের এই লড়াইটা অবশ্য অনেক দিন ধরেই চলে আসছে। ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারানোর পর মার্তিনেজ ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে উপহাস করেছিলেন এবং গোল্ডেন গ্লাভ গ্রহণের সময় অশ্লীল অঙ্গভঙ্গি করেছিলেন তিনি।

গত মৌসুমে ইউরোপা কনফারেন্স লিগে ভিলার বিপক্ষে লিলকে পেনাল্টিতে হারানোর করার সময় তিনি লিলের দর্শকদের চুপ থাকার ইঙ্গিতও দিয়েছিলেন।

তাকে নিয়ে ভিলা কোচ উনাই এমেরি বলেছেন, ‘সে এখন পরিপক্ক, দায়িত্বশীল এবং নিজের আবেগ নিয়ন্ত্রণে আরও পটু হয়েছে। পাঁচ-ছয় বছর আগে যখন অ্যাস্টন ভিলায় এসেছিল আর এখনকার মধ্যে পার্থক্য অনেক।’