ফিরেই আর্সেনালের জয়ের নায়ক সাকা, হারলো ম্যানইউ

ইনজুরির কারণে বাইরে ছিলেন বুকায়ো সাকা। মঙ্গলবার ১০০ দিন পর ফিরেই বুঝিয়ে দিলেন, আর্সেনাল কাকে মিস করেছে! তার গোল গড়ে দিয়েছে পার্থক্য।

এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল ২-১ গোলে হারিয়েছে ফুলহামকে।

সাকা দ্বিতীয়ার্ধে বদলি নামেন, তখন ১-০ তে এগিয়ে আর্সেনাল। এর সাত মিনিট পর গোল করেন তিনি। স্টপেজ টাইমে রদ্রিগো মুনিজ একটি গোল শোধ দেন।

৩৭তম মিনিটে মিকেল মেরিনো গোল করেন। ইথান নানেরির কাটব্যাক থেকে তার শট জাল কাঁপায়।

৭৩ মিনিটে গ্যাব্রিয়েলের ফ্লিক থেকে সাকার গোল। তাতে ২-০ তা এগিয়ে যায় আর্সেনাল। মুনিজ ব্যবধান কমায়।

এই জয়ে শীর্ষ দল লিভারপুলের সঙ্গে ৯ পয়েন্টের ব্যবধান নামলো আর্সেনাল।

সাবেক ক্লাবের জালে বল পাঠিয়ে এন্থনি এলাঙ্গা ম্যানইউর বিপক্ষে নটিংহাম ফরেস্টকে ১-০ গোলে জেতান।