জামাল ভূঁইয়াদের পর এবার এশিয়ান কাপ বাছাইয়ের জন্য সাবিনা খাতুনদেরও প্রস্তুতি নিতে হচ্ছে। আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসির সদর দফতরে হয়ে গেলো নারী এশিয়ান কাপ বাছাইয়ের ড্র। যেখানে বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী হয়েছে মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান।
মিয়ানমারের দলের ফিফা র্যাঙ্কিং ৫৫। এরপর আছে বাহরাইন। তাদের অবস্থান ৯২তম। অবশ্য বাংলাদেশের চেয়ে দুর্বল একটি প্রতিপক্ষও রয়েছে গ্রুপে। দলটি তুর্কমেনিস্তান। তাদের ফিফা র্যাঙ্কিং ১৪১। আর বাংলাদেশের র্যাঙ্কিং ১৩৩।
এশিয়ার ৩৪টি দেশ নিয়ে হবে এই প্রতিযোগিতা। যেখানে আট গ্রুপে ভাগ হয়ে খেলবে দেশগুলো। ছয় গ্রুপে আছে ৪টি করে দল। বাকি দুই গ্রুপে আছে ৫টি করে দল।
আট গ্রুপের চ্যাম্পিয়নরা চূড়ান্ত পর্বে যোগ দেবে বর্তমান চ্যাম্পিয়ন চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে। বাংলাদেশের বাছাই পর্ব হবে মিয়ানমারে।
২০২৩ সালে অলিম্পিক বাছাই খেলতে সাফ চ্যাম্পিয়ন নারী দলকে আর্থিক কারণ দেখিয়ে মিয়ানমারে না পাঠানোয় নেতিবাচক সমালোচনার মধ্যে পড়েছিল বাফুফে। এবার এশিয়ান কাপ বাছাইয়ের খেলা সেই মিয়ানমারেই পড়েছে।
আগামী ২৩ জুন থেকে ৫ জুলাই হবে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব। এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব হবে আগামী বছর ১-২১ মার্চ অস্ট্রেলিয়ায়।
এশিয়ান কাপ বাছাই সামনে রেখে এরই মধ্যে ৫৫ জন নারী ফুটবলারকে জাতীয় দলের ক্যাম্পে ডাকা হয়েছে। ঈদের পর আগামী ৬ এপ্রিল শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। যেখানে যোগ দেওয়ার কথা রয়েছে সাবিনাসহ বিদ্রোহী ফুটবলারদের। যদিও কোচ পিটার বাটলার বিষয়টি কীভাবে নেবেন তা সময় বলে দেবে।