বায়ার্ন মিউনিখের গোলকিপার ও অধিনায়ক ম্যানুয়েল ন্যয়ার তার কাফ ইনজুরি কাটিয়ে ওঠার পথে আরেকটি ধাক্কা খেলেন। শনিবার জার্মান ক্লাব এই তথ্য জানিয়েছে।
মার্চের শুরুতে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে বায়ার্নের চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলোর প্রথম লেগে একটি গোল উদযাপনের সময় ইনজুরিতে পড়েন ন্যয়ার।
সম্প্রতি বল নিয়ে ট্রেনিংয়ে ফিরেছিলেন ৩৮ বছর বয়সী কিপার। কিন্তু আবারও কাফ মাসলে চোট পেয়েছেন তিনি।
বায়ার্ন জানিয়েছে, ন্যয়ার কাফ মাসলে চোট পেয়েছেন। আগামী কয়েকদিন ট্রেনিংয়ের বাইরে থাকতে হবে তাকে।
আগামী ২৯ মার্চ সেন্ট পাউলির সঙ্গে বুন্দেসলিগা হোম ম্যাচ খেলবে বায়ার্ন, যেখানে অনিশ্চিত ন্যয়ার। এপ্রিলে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের দুই লেগের জন্য প্রস্তুত হতে হবে তাকে।
ন্যয়ারের ব্যাকআপ ২১ বছর বয়সী জোনাস উরবিগ পায়ের চোটে আন্তর্জাতিক বিরতিতে জার্মানির অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলতে পারেননি।
বাভারিয়ান জায়ান্টদের হাতে বিকল্প হিসেবে স্কোয়াডে আরও আছেন ইসরায়েলি কিপার ড্যানিয়েল পেরেজ ও সভেন উলরেখ।