বাড়তি কাজের চাপের কথা বিবেচনা করে লিওনেল মেসিকে টানা তৃতীয় ম্যাচে খেলায়নি ইন্টার মায়ামি। তার পরেও মেজর লিগ সকারে শার্লটের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। এ সময় বেঞ্চে বসেই দলের জয় উপভোগ করেছেন আর্জেন্টাইন সুপার স্টার।
ম্যাচের ৩৮ মিনিটেই দশ জনের দলে পরিণত হয় মায়ামি। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গোলকিপার অস্কার উস্টারি। তার পর বেশিরভাগ সময় ব্যাক ফুটে থেকে খেলেছে তারা। তবু বেঞ্চ থেকে মেসিকে ব্যবহারের পথে হাঁটেননি কোচ হাভিয়ের মাসচেরানো।
গোলকিপারের কার্ডের ফলে অনাকাঙ্ক্ষিত নজির গড়েছে মায়ামি। ২০২১ সালের পর মায়ামি একমাত্র দল যারা মেজর লিগে টানা তিন ম্যাচে লাল কার্ড হজম করেছে!
সর্বশেষ গত সপ্তাহে মেজর লিগ সকারে হিউস্টনের বিপক্ষে ৪-১ গোলে জেতা ম্যাচের সময়ও দলের সঙ্গে সফর করেননি তিনি। বৃহস্পতিবার কনক্যাক্যাফ চ্যাম্পিয়ন্স কাপের প্রথম লেগের সময় ক্যাভ্যালিয়ারের বিপক্ষে মায়ামির ২-০ গোলে জেতা ম্যাচটা অবশ্য দেখার সুযোগ পেয়েছিলেন।
কোচ মাসচেরানো জানিয়েছেন, ৩৭ বছর বয়সী বিশ্বকাপ জয়ীর ওয়ার্কলোড বিবেচনা করেই এমনটা করা হচ্ছে। তবে তার অনুপস্থিতিতে হতাশা বাড়ছে দর্শকদের। অবশ্য মায়ামিকে এর মাশুল দিতে হয়নি এখনও।
পুরো ম্যাচে ভালো লড়াই করেছে শার্লট। বল দখলে এগিয়ে থাকার পরও সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। ৪৬ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেছেন মায়ামির টাডেও অ্যালেন্ডে। তাতে টানা চার ম্যাচে গোল করার কৃতিত্ব দেখিয়েছেন তিনি।
রক্ষণে শক্তি কমলেও মায়ামিকে বেশ কয়েকবার গোল হজম করা থেকে রক্ষা করেছেন মায়ামির ডিফেন্ডার ইয়ানিক ব্রাইট।