উরুগুয়ে, ব্রাজিলের বিপক্ষে খেলতে আর্জেন্টিনার প্রাথমিক দল

বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলার জন্য ৩৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। যার নেতৃত্বে থাকছেন লিওনেল মেসি। 

পরিবর্তিত দলটিতে তরুণ তুর্কি হিসেবে অন্যতম নামটি হলো স্ট্রাইকার ক্লদিও এচেভেরির। দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ খেলার পর সম্প্রতি ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন তিনি। 

এখনও ২১ স্পর্শ না করা বাকি খেলোয়াড়রা হলেন- নিকোলাস পাজ, বেঞ্জামিন ডমিঙ্গেজ ও সান্তিয়াগো কাস্ত্রো। 

দক্ষিণ আমেরিকান বাছাইয়ে পয়েন্ট টেবিলে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখলে রেখেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। উরুগুয়ের সংগ্রহ ২০ পয়েন্ট। তারা ২১ মার্চ মেসিদের মন্টেভিডিওতে আতিথ্য দেবে। চারদিন পর মেসির আর্জেন্টিনা বুয়েন্স এইরেসে ব্রাজিলের মুখোমুখি হবে।

আর্জেন্টিনা স্কোয়াড: 

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।

ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, জারমান পেজেল্লা, লিওনার্দো বালেরদি, হুয়ান ফয়েথ, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, ফ্রান্সিসকো ওর্তেগা।

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পেরেদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডে পল, এজেকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, জিওভানি লো সেলসো, মাক্সিমো পেরোনে, গুইলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন ডমিঙ্গেজ ও থিয়াগো আলমাদা।

ফরোয়ার্ড: আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেস, লিওনেল মেসি, নিকোলাস পাজ, ক্লদিও এচেভেরি, পাউলো দিবালা, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো, আনহেল কোরেয়া।