এক মৌসুম আগে ফর্টিস এফসিতে খেলেছিলেন কাওসার আলী রাব্বি। প্রিমিয়ার লিগে প্রথম পর্বে সাবলীল গতিতে খেলতে পারলেও এরপর সবকিছু কঠিন হয়ে যায়। একপর্যায়ে ক্লাব ছাড়তে বাধ্য হন। আর সেই ফর্টিসের বিপক্ষে আজ এক মৌসুম পর গোল করে ব্রাদার্স ইউনিয়নকে জিতিয়েছেন। সেই সঙ্গে তার ওপর করা 'অবিচারের প্রতিশোধও' নেওয়া হয়েছে।
ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মঙ্গলবার ব্রাদার্সের জয়ের নায়ক রাব্বি। ৩৬ মিনিটে বক্সের ভেতরে সাজ্জাদ হোসেনের আড়াআড়ি পাস নিখুঁত টোকায় জালে জড়িয়ে দেন এক মৌসুম আগে ফর্টিসে খেলা ফুটবলার। গোল দিয়েই ফর্টিসের ডাগ আউটের সামনে গিয়ে অন্যরকমভাবে উল্লাসও প্রকাশ করতে গেছে তাকে।
এর ব্যাখ্যায় ২৭ বছর বয়সী উইঙ্গার রাতে বাংলা ট্রিবিউনকে বলেছেন, 'ফর্টিস ক্লাব আমার সঙ্গে অবিচার করেছিল। এক মৌসুম আগে লিগে ওদের হয়ে প্রথম পর্বে ভালোভাবে খেলেছিলাম। এরপর আর ঠিকমতো আমাকে খেলানো হয়নি। আমি ওদের নানান অনিয়ম নিয়ে কথা বলেছিলাম। এটা ওদের সহ্য হয়নি। এমনকি আমার পারিশ্রমিকের দুই লক্ষ টাকা এখনও পাওনা। তাই সুযোগ পেয়ে আজ এতদিন পর গোল করে ফর্টিসের ডাগ আউটের সামনে গিয়ে উল্লাস করেছি। এটা আমার প্রতিশোধও বলতে পারেন। আমার গোলে ওদেরকে হারিয়েছি, এটাই বড় শান্তি।'