সালাহর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন পিএসজি সভাপতি!

লিভারপুলে শেষের বার্তাটা দিয়ে ফেলেছেন মোহাম্মদ সালাহ। এবার তার ভবিষ্যৎ গন্তব্য নিয়ে চলছে জোর গুঞ্জন। মিশরীয় তারকার পরবর্তী গন্তব্য তাহলে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)? সাম্প্রতিক তথ্য তেমনই ইঙ্গিত দিচ্ছে। বেশ কিছুদিন ধরেই তার এজেন্ট রামি আব্বাসের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি।

সূত্রের বরাত দিয়ে এমন তথ্য জানাচ্ছে ইএসপিএন। লিভারপুলে ৩২ বছর বয়সী সালাহর চুক্তির মেয়াদ শেষের পথে। এই গ্রীষ্মেই চুক্তি শেষ হবে। সর্বশেষ ম্যানচেস্টার সিটির বিপক্ষে জেতা ম্যাচের পর বলেছেন,অ্যানফিল্ডে শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। 

এই মৌসুমে অলরেডসদের হয়ে দারুণ সময় কাটাচ্ছেন সালাহ। সব প্রতিযোগিতা মিলে ১৩ গোল করেছেন। সিটিকে ২-০ গোলে হারানো ম্যাচের দ্বিতীয় গোলটিও ছিল তার করা। ৭৮ মিনিটে পেনাল্টি থেকে স্কোর করেছেন তিনি। এই জয়ে শীর্ষে ৯ পয়েন্টের ব্যবধান পেয়ে গেছে লিভারপুল। 

ওই ম্যাচের পরই ৮ দিনের মাথায় দ্বিতীয়বার নিজের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘সত্যি করে বললে এটা আমার মাথায় আছে। এখন পর্যন্ত সিটির বিপক্ষে অ্যানফিল্ডে এটাই আমার লিভারপুলের শেষ ম্যাচ। তাই এখন আমার জন্য উপভোগই সব। আবহটা ছিল অবিশ্বাস্য। এখানে প্রতিটা মুহূর্ত উপভোগ করতে চাই আমি। আশা করবো, লিগটা যেন জিততে পারি এবং তার পর দেখা যাক কী হয়।’