কোচ টেন হ্যাগকে বরখাস্ত করলো ম্যানইউ

গত মৌসুমে ম্যানইউ তাদের স্মরণকালের বাজে পারফরম্যান্স করলেও টিকে গিয়েছিলেন প্রধান কোচ এরিকে টেন হ্যাগ। সম্প্রতি এফএ কাপ শিরোপা জেতায় তাকে নিয়ে আশা দেখছিল ক্লাব। কিন্তু চলতি মৌসুমেও দুঃসময় কাটাতে না পারায় তাকে বরখাস্ত করা হলো। রবিবার ওয়েস্ট হ্যামের কাছে ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে চতুর্থ হারের পরের দিন তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ইউনাইটেড।

আড়াই বছরেরও কম সময়ের মধ্যে ম্যানইউ ছাড়তে হলো টেন হ্যাগকে। গত মৌসুমে লিগের পয়েন্ট টেবিলে অষ্টম স্থান থেকে শেষ করেছিল ম্যানইউ। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে বিদায় নিতে হয়েছিল গ্রুপের শেষ দল হয়ে। তবে এফএ কাপে ম্যানসিটিকে হারিয়ে ফাইনাল জয়ের পর তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হয়। তার ১১৬ দিন পরই ক্লাবের বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হলো ডাচ কোচকে। ৯ ম্যাচে মাত্র তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে নামতে হয়েছে ম্যানইউকে। সবশেষ আট ম্যাচে মাত্র একটি জয় দেখেছে ম্যানইউ। ১৯৮৯-৯০ মৌসুমের পর এটাই সবচেয়ে বাজে শুরু তাদের।

ক্লাব এক বিবৃতিতে জানায়, ‘ম্যানইউর প্রথম দলের কোচ হিসেবে এরিক টেন হ্যাগ দায়িত্ব ত্যাগ করেছেন। ২০২২ সালের এপ্রিলে এরিক নিযুক্ত হয়েছিলেন এবং ক্লাবকে দুটি ঘরোয়া ট্রফি জেতান- ২০২৩ সালে কারাবাও কাপ এবং ২০২৪ এফএ কাপ। আমাদের সঙ্গে থাকার সময় তিনি যা করেছেন, তার জন্য ধন্যবাদ জানাই। ভবিষ্যতের জন্য তাকে শুভকামনা। রুড ফন নিস্টলরয় অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেবেন, বর্তমান কোচিং দল তার সঙ্গে থাকবে, যতদিন না একজন স্থায়ী কোচ নিযুক্ত হচ্ছেন।’