ইন্টার মিলানের বিপক্ষে আর্লিং হাল্যান্ড গোল করতে না পারায় হয়তো স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার এক ক্লাবে দ্রুততম একশ গোলের রেকর্ড যে ভাঙতে পারেননি নরওয়েজিয়ান স্ট্রাইকার। তবে ঠিকই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর পাশে বসেছেন হাল্যান্ড। ম্যানসিটির হয়ে ১০৫তম ম্যাচে সব প্রতিযোগিতা মিলিয়ে একশ গোল করলেন ২৪ বছর বয়সী স্ট্রাইকার।
রবিবার দশ মিনিটের মধ্যে আর্সেনালের জাল কাঁপান হাল্যান্ড। প্রিমিয়ার লিগের এই ম্যাচে ম্যানসিটির হয়ে গোলের সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এক ক্লাবের হয়ে দ্রুততম একশ গোলের রেকর্ডে রোনালদোর পাশে বসেন হাল্যান্ড। পর্তুগাল উইঙ্গার রিয়াল মাদ্রিদের হয়ে ১০৫ ম্যাচে একশ গোল করেছিলেন।
গত সপ্তাহে ইন্টার মিলানের বিপক্ষে ম্যানসিটির প্রথম চ্যাম্পিয়নস লিগ ম্যাচে গোল করতে পারেননি হাল্যান্ড। তাতে রোনালদোকে পেছনে ফেলা হয়নি।
লিগে পঞ্চম ম্যাচ খেলতে নেমে সাভিনিয়োর থ্রু বল ধরে নবম মিনিটে ডেভিড রায়াকে পরাস্ত করেন হাল্যান্ড। তাতে প্রিমিয়ার লিগের এক মৌসুমে দ্রুততম ১০ গোলের কীর্তি গড়েন।