যে কারণে এন্দ্রিককে আলাদা চোখে দেখছেন আনচেলত্তি

চ্যাম্পিয়নস লিগ মিশনে রেকর্ড গড়েছেন এন্দ্রিক। রিয়াল মাদ্রিদের হয়ে ইউরোপিয়ান ক্লাব টুর্নামেন্টটিতে সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে নাম লিখিয়েছেন। স্টুটগার্টের বিপক্ষে ৩-১ গোলে জয়ের পর তার প্রশংসা করেছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। তার মতে, এন্দ্রিকের এমন এক গুণ আছে, যা অন্যদের থেকে ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে আলাদা করে।

দলের জয়ের রাতে বদলি হিসেবে নেমে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল করেন এন্দ্রিক। তাতে ১৮ বছর ১ মাস ২৭ দিন বয়সে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের সর্বকনিষ্ঠ গোলদাতা হয়ে গেছেন তিনি। আগের রেকর্ডটি ছিল রাউলের (১৮ বছর ৩ মাস ২১ দিন)। এন্দ্রিকের রেকর্ড গড়ার পর আনচেলত্তি বলেছেন, ‘সে এমন কিছু করার সামর্থ্য রাখে যা অন্য কেউ ভাবতেও পারে না।’

চ্যাম্পিয়নস লিগে অভিষেক ম্যাচে নিজেদের প্রান্ত থেকে বল একাই টেনে নিয়ে গিয়েছিল এন্দ্রিক। তার পর বক্সের বাইরে থেকে গোল করেছেন অসাধারণ এক গোল। আনচেলত্তির মতে, ‘সে এমন উপহারের অধিকারী যা সাধারণত স্ট্রাইকাররা স্বপ্ন দেখে। আর সেটা খুবই কার্যকরী, ভাগ্য নির্ধারক। আপনারাই দেখছেন তার মধ্যে বিশেষ কিছু আছে। যা আমি কখনও দেখিনি। তার ওপর তার শুটিং দক্ষতা ভীষণ শক্তিশালী ও দ্রুতগতির।’