আর্জেন্টিনায় কোপা জয় উদযাপন, ছিলেন না মেসি

কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা দল স্থানীয় সময় সোমবার দেশে পৌঁছালেও শিরোপা উৎসবে যোগ দেননি অধিনায়ক লিওনেল মেসি। তাকে ছাড়াই রাজধানী বুইয়েন্স এইরেসে হাজারো সমর্থকদের উল্লাসের জোয়ারে শামিল হয়েছেন বাকি সতীর্থরা।

কোচ লিওনেল স্ক্যালোনি ও বিদায় বলে দেওয়া আনহেল ডি মারিয়ার নেতৃত্বে সন্ধ্যার পর দেশের মাটিতে অবতরণ করে আলবিসেলেস্তেরা। তাদের বরণ করে নিতে আয়োজন ছিল আতশবাজির।

আর্জেন্টিনার ১৬তম কোপা আমেরিকা জয়ের এই উৎসবে হাজির ছিলেন হাজার হাজার দর্শক। কিন্তু আনন্দ উৎসবে শামিল না হয়ে মেসি মায়ামিতেই রয়ে গেছেন। যেখানে খেলা হয়েছে মহাদেশীয় টুর্নামেন্টের ফাইনাল। এখানেই তিনি চোটপাওয়া গোড়ালির চিকিৎসা করাবেন। 

ইন্টার মায়ামি ফরোয়ার্ড অবশ্য তার আগেই নিজের সর্বশেষ অবস্থার কথা ইনস্টাগ্রামে দিয়েছেন। সেখানে এক পোস্টে বলেছেন, ‘কোপা আমেরিকা শেষ এবং সবার প্রথমে ধন্যবাদ দিতে চাই আমাকে অনেক বার্তা পাঠানো ও শুভকামনার জন্য। আমি ভালো আছি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। আশা করছি খুব শিগগিরই মাঠে নামতে পারবো, যেটা আমি সবচেয়ে বেশি উপভোগ করি। আমি আনন্দিত, ভীষণ আনন্দিত; কারণ বিশেষ করে আমাদের লক্ষ্য অর্জন করতে পারায় এবং ফিদে (দি মারিয়া) আরেকটি শিরোপা জিতে বিদায় বলতে পারায়।’