ইউরোর টিম অব দ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের আধিপত্য

এবারের ইউরো জিতেছে স্পেন। তাই টিম অব দ্য টুর্নামেন্টে স্প্যানিশদেরই আধিপত্য। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে স্পেনের ৬ খেলোয়াড় জায়গা পেয়েছেন। 

উয়েফার ঘোষিত সেরা একাদশে স্পেনের মিডফিল্ডের সবারই স্থান হয়েছে। রয়েছেন রদ্রি, দানি ওলমো ও ফাবিয়ান রুইজ। রয়েছেন ইংল্যান্ডের ডিফেন্ডার কাইল ওয়াকার। তার সঙ্গে রক্ষণে সুইজারল্যান্ডের ম্যানুয়েল আকানজি, ফ্রান্সের উইলিয়াম সালিবা ও স্পেনের লেফটব্যাক মার্ক কুকুরেলা রয়েছেন। ফ্রান্সের মাইক মেইগনান জায়গা পেয়েছেন গোলকিপার হিসেবে। 

টুর্নামেন্টে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার অন্যতম জার্মান ফরোয়ার্ড জামাল মুসিয়ালার সঙ্গে আক্রমণে দুই প্রান্তে রয়েছেন নিকো উইলিয়ামস ও ১৭ বছর বয়সী লামিনে ইয়ামাল। 

উইলিয়ামস ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে শুরুর গোলটি করেছিলেন। আর ফ্রান্সের বিপক্ষে ইয়ামালের করা গোলটি লা রোহাদের শিরোপা মঞ্চে পৌঁছাতে সাহায্য করেছে। 

ইউরো টিম অব দ্য টুর্নামেন্ট:

মাইক মেইগনান (ফ্রান্স), কাইল ওয়াকার (ইংল্যান্ড), উইলিয়াম সালিবা (ফ্রান্স), ম্যানুয়েল আকানজি (সুইজারল্যান্ড), মার্ক কুকুরেলা (স্পেন), রদ্রি (স্পেন), দানি ওলমো (স্পেন), ফাবিয়ান রুইজ (স্পেন), লামিনে ইয়ামাল (স্পেন), জামাল মুসিয়ালা (জার্মানি) ও নিকো উইলিয়ামস (স্পেন)।