অবসরের ঘোষণা শাকিরির

বড় টুর্নামেন্টে সাফল্য ব্যর্থতার হিসেব মিলিয়ে অবসরের মিছিল দেখা যায় ফুটবলে। গতকাল ইউরোর পর্দা নামার পর ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন সুইজারল্যান্ডের জেরদান শাকিরি। সোমবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩২ বছর বয়সী মিডফিল্ডার। 

শাকিরি বর্তমানে খেলছেন যুক্তরাষ্ট্রের শিকাগো ফায়ারে। গ্রানিত জাকার (১৩০) পর দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা তারকা তিনি (১২৫)।

সাবেক বায়ার্ন মিউনিখ ও লিভারপুল তারকা আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন ১৮ বছর বয়সে ২০১০ সালে। দেশের হয়ে চারটি বিশ্বকাপের পাশাপাশি খেলেছেন তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ।  

৬ জুলাই কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলা ম্যাচটিই তার আন্তর্জাতিক ফুটবলে শেষ। ওই ম্যাচ ১-১ ড্র হলে নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। তাতে ৫-৩ গোলে শেষ হাসি হেসেছে ইংল্যান্ড। সোশ্যাল মিডিয়ায় অবসরের ঘোষণা দিয়ে তিনি বলেছেন, ‘সাতটি টুর্নামেন্ট, অনেক গোলের পাশাপাশি সুইস জাতীয় দলের সঙ্গে ১৪ বছর এবং অবিস্মরণীয় সব মুহূর্ত। জাতীয় দলকে বিদায় বলার এখনই সময়। দারুণ সব স্মৃতি থেকে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।’  

সুইজারল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেললেও জাতীয় দলের হয়ে চতুর্থ সর্বোচ্চ স্কোরার হিসেবে অবসরে যাচ্ছেন শাকিরি। তার গোল ৩২। ৪২ গোল নিয়ে সবার ওপরে অ্যালেক্সান্ডার ফ্রেই।