ইস্ট বেঙ্গলের সাবেক স্প্যানিশ কোচকে আনছে আবাহনী

আগামী মৌসুমে নতুন উদ্যোমে ঘুরে দাঁড়াচ্ছে আবাহনী লিমিটেড। নতুন করে সেরা খেলোয়াড়দের দলভুক্ত করার পাশাপাশি বিদেশি কোচও আনা হচ্ছে। ৪৬ বছর বয়সী স্প্যানিশ কোচ মারিও রিভেরা নতুন মৌসুমে আবাহনীর হয়ে ডাগআউটে শিষ্যদের দিক নির্দেশনা দেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন আবাহনীর ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ।

নতুন কোচ সম্পর্কে এই কর্মকর্তা  আজ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘স্প্যানিশ কোচ রিভেরার সঙ্গে আমাদের কথাবার্তা চূড়ান্ত। কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে, যা দ্রুতই আমরা সেরে ফেলবো। রিভেরা আবাহনীর কোচ হচ্ছেন, এটা নিশ্চিত।’

রিভেরাকে বেছে নেওয়ার কারণ হিসেবে কাজী নাবিলের ব্যাখ্যা, ‘এ অঞ্চলে কাজ করার অভিজ্ঞতা আছে তার। ভারতের ক্লাবে কাজ করেছেন। তার জীবনবৃত্তান্ত আমাদের পছন্দ হয়েছে। এ কারণেই তাকে চূড়ান্ত করেছি।’

রিভেরা ভারতের ঐতিহ্যবাহী ক্লাব ইস্ট বেঙ্গলে দুই বছর কোচিং করিয়েছেন। এরপর দায়িত্ব নেন ব্রুনাই জাতীয় দলের। 

রিভেরা ছাড়াও আবাহনীর কোচিং স্টাফে অন্য বিদেশিরাও যোগ দেবেন বলে জানা গেছে।  নতুন করে শিরোপা পাওয়ার লক্ষ্যে ভালো দল নিয়ে লড়াই করার অপেক্ষায় আকাশী-নীল শিবির।