ইউরো ক্যাম্পে মাধ্যমিক পরীক্ষায় পাসের খবর পেলেন ইয়ামাল!

জর্জিয়ার বিপক্ষে আগামী রবিবার শেষ ষোলোর ম্যাচ খেলবে স্পেন। এর আগে দলের ‘খুদে’ তারকা লামিনে ইয়ামাল সুখবর পেলেন। স্কুল পরীক্ষায় সফলভাবে উতরে গেছেন তিনি।

দেশকে প্রতিনিধিত্ব করার পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষাতেও সফল ইয়ামাল। জার্মানির দক্ষিণে স্পেনের ট্রেনিং ক্যাম্পে এই দারুণ খবর পেয়েছেন ১৬ বছর বয়সী উইঙ্গার। 

স্প্যানিশ রেডিও স্টেশন ওন্দা সিরোকে ইয়ামাল জানান, ‘ট্রেনিং থেকে এসেই শুনলাম এই দারুণ খবর। আমি পরীক্ষায় পাস করেছি, ইএসও পরীক্ষায় উতরে গেলাম।’

ট্রেনিং ক্যাম্প থেকে মাকে এই সুখবর দিয়েছেন ইয়ামাল, ‘আমার ফোনে ফল দেখলাম, পাস করেছি। মাকে ফোন করে খবরটা দিলাম।’

স্পেনে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার শেষ ধাপ এই ইএসও পরীক্ষা, যা বাংলাদেশের এসএসসি কিংবা যুক্তরাজ্যের জিসিএসই ও যুক্তরাষ্ট্রের হাই স্কুল ডিপ্লোমার সমতুল্য।

আগামী ১৩ জুলাই ১৭তম জন্মদিন পালন করতে যাওয়া ইয়ামাল কিছুদিন আগে জানিয়েছিলেন, ইউরোতে আসার সময় তার হোমওয়ার্ক নিয়ে এসেছেন। স্কুল থেকে দেওয়া বাড়ির কাজগুলো সতীর্থরা ঠিকভাবে করতে দিচ্ছে কি না প্রশ্নে কোপ-কে তিনি বলেন, ‘না, আমি নিজের মতো করে পড়ছি। কিন্তু তারা মাঝেমধ্যে মজা করে বলেন, ‘যাও এখন পড়তে বসো।’

ক্রোয়েশিয়ার বিপক্ষে ইউরোর প্রথম ম্যাচেই খেলেছেন ইয়ামাল। টুর্নামেন্টে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের মর্যাদা পান ১৬ বছর ও ৩৩৮ দিন বয়সী। এখন পর্যন্ত ইউরোতে তিন ম্যাচের সবগুলো খেলেছেন তিনি। একমাত্র দল হিসেবে স্পেন শতভাগ সাফল্য নিয়ে নকআউট পর্বে।

ইয়ামাল এনিয়ে ১০ ম্যাচ খেলেছেন স্পেনের জার্সিতে, গোল দুটি। পাঁচটি গোল বানিয়ে দিয়েছেন।