সামনে লাফিয়ে পড়লেন এক ভক্ত, অল্পের জন্য আহত হননি রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে, আর তাকে ছুঁয়ে দেখতে কিংবা সেলফি তুলতে অনাহুতের মতো সমর্থকদের ঢুকে পড়ার ঘটনা নতুন নয়। এই তো আগের সপ্তাহে ইউরোতে তুরস্কের বিপক্ষে পর্তুগালের ম্যাচে চার জন মাঠে অনুপ্রবেশ করেছিলেন সেলফি তুলতে। বেশ বিরক্ত হয়েছিলেন পর্তুগিজ অধিনায়ক। কিন্তু বুধবার জর্জিয়ার কাছে ২-০ গোলে হারের পর যা ঘটলো, তা একই সঙ্গে বিস্ময়কর ও উদ্বেগ জাগানিয়া। ম্যাচ শেষে টানেলে প্রবেশ করার মুহূর্তে তার সামনে লাফিয়ে পড়েন এক ভক্ত। অল্পের জন্য আহত হননি ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। রোনালদো মাঠ ছাড়ার সময় জেলসেনকির্চেনের ভেলতিন্স এরেনার টানেলের ওপর থেকে হুট করে একজন তার সামনে লাফিয়ে পড়েন।

রোনালদোর সঙ্গে থাকা একজন স্টুয়ার্ড ও অন্য নিরাপত্তা কর্মীরা দ্রুত ওই ভক্তকে সরিয়ে নেন। তারপরই দৃষ্টির বাইরে নেওয়া হয় তাকে।

হতভম্ব হয়ে যান রোনালদো। ভাগ্য ভালো তিনি আহত হননি। পর্তুগালের ফুটবল ফেডারেশন এই ঘটনা নিশ্চিত করলেও কোনও মন্তব্য করেনি। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এই ঘটনা সম্পর্কে অবগত আছে।

জেলসেনকির্চেন পুলিশ বলেছে, বিষয়টি তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ ম্যাচ শেষে উদ্বেগ প্রকাশ করেছেন। 

তিনি বলেছেন, ‘বড় বড় তারকা ও আইকনদের জন্য ভক্তদের যারা হৃদয়ে লালন করে, সেই ভক্তকে আমরা সবসময় ভালোবাসি। কিন্তু যে কেউ বুঝতে পারবেন, এটা ছিল খুব কঠিন মুহূর্ত। যদি তার অভিপ্রায় খারাপ কিছু থাকতো, তাহলে খেলোয়াড়ের জন্য বিরাট ক্ষতিকর কিছু হতো এবং আমাদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।’