এমবাপ্পে রিয়ালে খেলবেন, নিশ্চিত করলেন লা লিগা প্রধান

গুঞ্জনকে সত্যি করে কদিন আগে পিএসজি ছাড়ার ঘোষণা দেন কিলিয়ান এমবাপ্পে। যদিও ফ্রান্সের বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার তার গন্তব্য কোথায়, সেই ব্যাপারে কোনও কিছুই বলেননি। ব্যর্থ প্রচেষ্টার কয়েক বছর পর রিয়াল মাদ্রিদ তার সঙ্গে চুক্তি করতে যাচ্ছে, এমন খবর হাওয়ায় ভাসছে জোরেশোরে। লা লিগা প্রেসিডেন্ট জাভিয়ের তেবাস নিশ্চিত করলেন, আগামী মৌসুমে মাদ্রিদ ক্লাবেই যোগ দিচ্ছেন ফরাসি স্ট্রাইকার।

আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক ওলে-কে এক সাক্ষাৎকারে স্প্যানিশ শীর্ষ ক্লাব ফুটবলের প্রধান বললেন, ‘সে আগামী মৌসুমে মাদ্রিদের হবে, হ্যাঁ, হ্যাঁ। তারা যদি পাঁচ বছরের চুক্তি করে, তাহলে পাঁচ মৌসুম সুযোগ পাবে (চ্যাম্পিয়নস লিগ জেতার)।’

পিএসজির সর্বকালের শীর্ষ গোলদাতা সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দিয়ে রিয়ালকে অপ্রতিরোধ্য করে তুলবে বললেন তেবাস, ‘(এমবাপ্পে) বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। কিন্তু ভিনিসিয়ুস ও বেলিংহ্যামও আছে সেখানে। মাদ্রিদের একটি সেরা স্কোয়াড হতে পাচ্ছে। কিন্তু সেটা আপনার লিগ জেতার নিশ্চয়তা কিন্তু দেবে না।’

তবে রিয়ালের কাছ থেকে এই ব্যাপারে কোনও মন্তব্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, আগামী ১ জুন চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পরপর আনুষ্ঠানিক ঘোষণা আসতে যাচ্ছে।