মিউনিখে বায়ার্ন শুরু থেকে আক্রমণ করে খেললেও উল্টো রিয়াল মাদ্রিদ লিড পেয়ে যায় প্রথমার্ধে। অবশেষে বিরতির পর ঘুরে দাঁড়িয়ে জয়ের সম্ভাবনাও তৈরি করে স্বাগতিক দল। কিন্তু শেষভাগে পেনাল্টি হজম করলে জয় পাওয়া হয়নি। চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল ২-২ সমতা নিয়ে মাঠ ছাড়ে। বায়ার্ন কোচ এখন মাদ্রিদে জয়ের আশা করছেন।
ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ ভয়ঙ্কর এক দল। তার পরেও থমাস টুখেলের বিশ্বাস, ‘এখন তো সব কিছু পরিষ্কার। মাদ্রিদে যাবো, যারাই জিতবে তারা পরবর্তী ধাপে চলে যাবে। আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত। মূল কথা হলো আমাদের বিশ্বাসটা রাখতে হবে।’
কঠিন চ্যালেঞ্জ থাকলেও মাদ্রিদে জয় সম্ভব মনে করেন টুখেল, ‘এটা সম্ভব। হতে পারে ৫০-৫০। জয়ের জন্য কঠিনতম জায়গা এটি। আর এই বিষয়টা এই চ্যালেঞ্জকে আরও রোমাঞ্চকর করে তুলছে।’
অথচ প্রথম লেগেই এগিয়ে থাকতে পারতো বায়ার্ন। সেটা হয়নি শেষ দিকে পেনাল্টি হজম করায়। টুখেল অবশ্য সেটা নিয়ে সময় নষ্ট করতে চাচ্ছেন না, ‘ফলাফল যা হয়েছে, সেটা তো হয়েছেই। এখন এটা নিয়ে চিন্তা করে সময় নষ্ট করা উচিত নয়। রিয়াল আগেও এমনটা করেছে, দুটি সুযোগ থেকে স্কোর করেছে। এমন পরিস্থিতিতে একমাত্র আমরা ভোগান্তিতে পড়েছি এমন নয়। ওদের ফিনিশ করার সেই মানটা আছে।’
পুরো ম্যাচ নিয়ে তার মূল্যায়ন হলো বায়ার্ন তৃতীয় গোল পেতে পারতো, ‘শুরুটা ভালো ছিল। পরে ছন্দ হারিয়ে ফেলি। আমাদের তৃতীয় গোল করা উচিত ছিল। কিন্তু সেটা করার জন্য যথেষ্ট দক্ষ, শান্ত আমরা ছিলাম না। ঠিক তখনই তাদের পেনাল্টি উপহার দিয়েছি।’