ইউরো চ্যাম্পিয়নশিপের গত আসরের ফাইনালে ইতালির কাছে হারের শোধ তুললো ইংল্যান্ড। যে ওয়েম্বলি স্টেডিয়ামে টাইব্রেকারে হৃদয় ভেঙেছিল, সেখানেই মঙ্গলবার আজ্জুরিদের ৩-১ গোলে হারিয়ে ২০২৪ ইউরোর মূল পর্ব নিশ্চিত করলো তারা।
শেষটা বিজয় উল্লাসে হলেও ইংল্যান্ড ধাক্কা খায় শুরুতে। একটি গোল হজমের পর দাঁতভাঙা জবাব দেয় তারা তিনবার জাল কাঁপিয়ে। হ্যারি কেন করেছেন জোড়া গোল, মার্কাস র্যাশফোর্ডও স্কোরশিটে নাম লেখান।
১৫তম মিনিটে জিওভানি ডি লরেঞ্জোর ক্রস থেকে জিয়ানলুকা স্কামাক্কা স্বাগতিক দর্শকদের নিস্তব্ধ করে দেন। ইংল্যান্ড ম্যাচের আধঘণ্টা পার হতে সমতা ফেরায়। ইতালির বক্সে ডি লরেঞ্জোর ট্যাকলে জুড বেলিংহ্যাম পড়ে গেলে পেনাল্টি পায় স্বাগতিকরা। লম্বা সময় ধরে ভিএআর যাচাইয়ের পর স্পট কিক থেকে গোল করেন কেন।
৫৭ মিনিটে র্যাশফোর্ড স্কোর ২-১ করেন। বেলিংহ্যামের বানিয়ে দেওয়া বল নিচু কোনাকুনি শটে জালে পাঠান তিনি। কেন প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাটিয়ে ৭৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন। আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে পুরো গ্যালারি।
ওয়েম্বলিতে ২৪তম গোল করে কেন পেছনে ফেললেন ১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ী ববি চার্লটনকে।
ছয় ম্যাচ অপরাজিত থেকে ইউরোর টিকিট পেলো ইংল্যান্ড। ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা ইতালির সামনে কঠিন পরীক্ষা। বর্তমান চ্যাম্পিয়নদের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে ইউক্রেন।