ইউরোর মূল পর্বে স্পেন

ইউরো বাছাইয়ে নরওয়েকে ১-০ গোলে হারিয়ে মূল পর্বের টিকিট কেটেছে স্পেন। লা রোহাদের সাফল্যে মূল পর্ব নিশ্চিত হয়েছে স্কটল্যান্ডেরও।

গ্রুপ ‘এ’ থেকে স্পেন, স্কটল্যান্ড দুই দলই ৬ ম্যাচে ১৫ পয়েন্ট করে শীর্ষ দুটি স্থান নিশ্চিত করেছে। নরওয়ে ৭ পয়েন্ট নিয়ে অবস্থান করছে তিনে। গ্রুপ ‘ডি’ থেকে তুরস্ক ৪-০ গোলে লাটভিয়াকে বিধ্বস্ত করে মূল পর্বের টিকিট কেটেছে।

মূল পর্ব নিশ্চিত করার জন্য স্কটল্যান্ডের সুযোগ ছিল বৃহস্পতিবার। কিন্তু স্পেনের কাছে ম্যাচটা ২-০ গোলে হেরে যাওয়ায় সেটা হয় বিলম্বিত। তবে প্রথম ৫ ম্যাচে স্কটিশদের ৫ জয় নরওয়ের ওপর বাড়তি চাপ তৈরি করে যে শেষ তিন ম্যাচ তাদের জিততেই হবে। বৃহস্পতিবার তারা সেই লক্ষ্যে সাইপ্রাসকে ৪-০ গোলে বিধ্বস্ত করলেও ওসলোতে স্পেনের কাছে পরাজিত হলে সব আশা শেষ হয়ে গেছে হাল্যান্ডদের।      

৪৯ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন গাভি। প্রথমার্ধে আলভারো মোরাতা জাল কাঁপিয়েছিলেন। কিন্তু অফসাইডে কারণে বাতিল হয়ে গেছে তা।

তাতে বড় টুর্নামেন্টে আর্লিং হাল্যান্ডদের না থাকতে পারার হাহাকার দীর্ঘায়িত হলো আরও। তারা সর্বশেষ ২০০০ সালে খেলেছে। নরওয়ের অবশ্য এখনও সুযোগ পুরোপুরি হারিয়ে যায়নি। সেটি করতে হলে তাদের প্লে-অফ খেলার যোগ্যতা অর্জন করতে হবে।