২০২৪ সাল পর্যন্ত ডি ব্রুইনাকে হারানোর শঙ্কা ম্যানসিটির

নতুন মৌসুমের শুরুতেই কেভিন ডি ব্রুইনার চোটে ধাক্কা খেয়েছে ম্যানচেস্টার সিটি। উয়েফা সুপার কাপের আগের দিন কোচ পেপ গার্দিওলা বেলজিয়ান মিডফিল্ডারকে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে দেখার আশঙ্কা প্রকাশ করেছিলেন। শুক্রবার জানালেন, নতুন বছরের কোনও একটা সময় পর্যন্ত সম্ভবত পাওয়া যাবে না ডি ব্রুইনাকে।

বার্নলির বিপক্ষে প্রিমিয়ার লিগে ম্যানসিটির প্রথম ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট পান ডি ব্রুইনা। সেভিয়ার বিপক্ষে সুপার কাপে খেলা হয়নি। গত জুনে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে একই ইনজুরিতে বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি। সমস্যা কাটাতে কিছুদিনের মধ্যে দেশে অস্ত্রোপচার করাবেন তিনি।

শনিবার ইতিহাদ স্টেডিয়ামে নিউক্যাসেলকে স্বাগত জানানোর আগের দিনের সংবাদ সম্মেলনে গার্দিওলা জানালেন, মৌসুমের প্রথম ভাগে হয়তো পাওয়া যাবে না ৩২ বছর বয়সী মিডফিল্ডারকে। 

স্প্যানিশ কোচ বলেন, ‘সে চার-পাঁচ মাস মাঠের বাইরে থাকবে। আমরা আমাদের সেরা অবস্থানে নেই (ইনজুরির কারণে)। এটা স্বাভাবিক, আমাদের কিছু জিনিস মানিয়ে নিতে হবে, কিন্তু স্পিরিট আগের মতোই আছে।’

ডি ব্রুইনার মতো গার্দিওলা সেভিয়ার বিপক্ষে পাননি বার্নার্ডো সিলভা ও জন স্টোনসকে। তবে গত দুটি ম্যাচে অনুপস্থিত রুবেন দিয়াসকে নিউক্যাসেলের বিপক্ষে পেতে আশাবাদী।