শুক্রবার আর্জেন্টিনার ক্লাবের সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন জামাল

কয়েক দিন ধরে আর্জেন্টিনা সফরে রয়েছে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। এরই মধ্যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনসহ নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। তবে মূল যে উদ্দেশ্য তা পূরণের কাছাকাছি সময়ে এসেছেন। আগামীকাল শুক্রবার ম্যারাডোনা-মেসিদের দেশের তৃতীয় বিভাগ সোল দা মায়োর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করতে যাচ্ছেন ৩২ বছর বয়সী মিডফিল্ডার।

এতো দিন এ নিয়ে গুঞ্জন কম হয়নি। কাল সবকিছুর আনুষ্ঠানিকতা হতে যাচ্ছে। জামাল নিজেই বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আগামীকাল আর্জেন্টিনা সময় দুপুর ১২টা ১০ মিনিটে আনুষ্ঠানিকভাবে ক্লাবের সঙ্গে চুক্তি করতে যাচ্ছি।’

জানা গেছে, দেড় বছরের চুক্তিতে মাসিক ১৫ হাজার ডলার করে পাওয়ার কথা জামালের। জামাল এর আগে চট্টগ্রাম আবাহনী, শেখ রাসেল ও সাইফ স্পোর্টিংয়ে খেলেছেন। এছাড়া ভারতের কলকাতায় মোহামেডানের হয়েও মাঠে দাপিয়ে বেড়িয়েছেন।