আর্জেন্টিনায় গিয়ে সাবেক কোচের সঙ্গে দেখা করলেন জামাল

বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার আর্জেন্টিনা সফর নিয়ে রহস্য কাটছেই না।  জোর গুঞ্জন, সেখানকার তৃতীয় বিভাগের দল সোল দা মায়োর সঙ্গে এরই মধ্যে চুক্তি সম্পন্ন করেছেন। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। 

এরই মধ্যে জামাল বুয়েন্স আয়ার্সে ভালো সময় কাটাচ্ছেন। একসময় খেলা সাইফ স্পোর্টিংয়ের আর্জেন্টিনার কোচ আন্দ্রেস ক্রুসিয়ানির সঙ্গে দেখাও করেছেন। 

আর্জেন্টিনার ক্লাবে খেলার গুঞ্জন নিয়ে বাংলা ট্রিবিউনকে জামাল বলেছেন, 'আর্জেন্টিনার ক্লাবে খেলতে পারবো কিনা জানি না। বাফুফে সভাপতির সাহায্যও প্রয়োজন।' কোচের সঙ্গে দেখা করা নিয়ে জামাল শুধু বলেছেন, 'তিনি ভালো কোচ।'

এদিকে জামালের সোল দা মায়োতে খেলার বিষয়টি ব্যক্তিগত বলে অভিহিত করে ক্রুসিয়ানি বলেছেন, 'সপ্তাহের ছুটিতে বুয়েন্স আয়ার্সে জামাল আমাকে ফোন করে দেখা করতে চাইলো। আমরা একসঙ্গে ডিনারও করেছি। সেখানে অন্য বাংলাদেশিদের সঙ্গে কফিও খেয়েছি। তবে জামাল যদি এখানে খেলতে আসে সেটা ওর ব্যক্তিগত বিষয়। আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। আমার মনে হয় ওই জানাতে পারবে এখানে খেলবে কিনা।'