মেসির বিকল্প পেয়ে গেছে পিএসজি!

মৌসুম শেষে লিওনেল মেসির পিএসজি ছেড়ে যাওয়াটা এখন নিশ্চিত। কিন্তু আগামী মৌসুমে তার জায়গা পূরণে প্রয়োজন আক্রমণের নতুন অস্ত্রও। শূন্যস্থান পূরণে দলবদলের বাজারে ফরাসি জায়ান্টরা যে ঝাঁপিয়ে পড়বে তাতে সন্দেহ নেই।   

ডানপ্রান্ত দিয়ে আক্রমণের জন্য তাদের পছন্দের তারকার নামটিও নাকি চূড়ান্ত হয়ে গেছে। গোলডটকম বলছে, মেসির বিকল্প হিসেবে তারা ম্যানচেস্টার সিটির অ্যাটাকিং মিডফিল্ডার বের্নার্ডো সিলভাকে টার্গেট করেছে।  

ম্যানসিটি তারকা অনেক ধরেই ইংলিশ প্রিমিয়ার লিগ ছাড়ার কথা বলে আসছেন। নতুন অভিজ্ঞতা হোক এমনটাই চাওয়া তার। 

অবশ্য ফ্রেঞ্চ ক্লাবটির সঙ্গে তাকে জড়িয়ে এমন খবর এবারই প্রথম নয়। গত গ্রীষ্মেও এই অ্যাটাকিং মিডফিল্ডারকে নিয়ে আলোচনা শোনা গেছে। শেষ পর্যন্ত আর্থিক জটিলতায় বিষয়টি আর বেশি দূর গড়ায়নি। তবে লিগ ওয়ান ক্লাব মোনাকো ছেড়ে যাওয়ার পর নেতিবাচক মন্তব্যও করতে দেখা গেছে তাকে।   

শুধ সিলভাই নন, আরও বেশ কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। শোনা যাচ্ছে ফরাসি ফরোয়ার্ড রান্ডাল কোলো মুয়ানি ও মার্কাস থ্যুরামের নাম। তবে পিএসজির ফুটবল উপদেষ্টা লুইস ক্যাম্পোস একজন বাঁ পায়ের সেন্টার ব্যাক ও সেন্ট্রাল মিডফিল্ডারের খোঁজে আছেন বলা শোনা যাচ্ছে।