তদন্ত কমিটি আগামী সপ্তাহে কাজ শুরু করবে: কাজী সালাউদ্দিন

আর্থিক অনিয়মে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। পুরো বিষয়টি অধিকতর তদন্তের জন্য বাফুফে থেকে আলাদা কমিটি গঠন করা হয়েছে। অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদকে করা হয়েছে তদন্ত কমিটির প্রধান। আগামী সপ্তাহ থেকে তদন্ত কমিটি কাজ শুরু করবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

মঙ্গলবার (২ মে) বাফুফের নির্বাহী কমিটির সভা ছিল। সভা শেষে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, ‘তদন্ত কমিটির আহ্বায়ক হলেন কাজী নাবিল আহমেদ। তিনি দুই-তিন দিন পর কাজ শুরু করবেন। উনি বলেছেন তদন্ত করতে ৩০ দিন লাগবে। ৩০ দিন পর আমাদের সিদ্ধান্ত জানাবেন। ফিফা যে তদন্ত করেছে সেখানে আর কী কী আছে, কোনও জায়গায় কেউ ভুল করেছে কিনা, তা জানতে আমাদের আরও ৩০ দিন অপেক্ষা করতে হচ্ছে। যখন তিনি তদন্ত রিপোর্ট দেবেন, তখন আমরা সিদ্ধান্ত নেবো। তদন্ত কমিটির স্বাধীনতা আছে।’

তদন্ত কমিটির প্রধান ও বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদও আগামী সপ্তাহ কাজ শুরু করার কথা বলেছেন, ‘আমাদের কমিটি গঠিত হয়েছে। বাকি সাত জন সহকর্মী তারা অত্যন্ত বিজ্ঞ-অভিজ্ঞ। আমরা কী করবো না করবো এটা প্রথম মিটিংয়ে বসে কার্যপরিধি নির্ধারণ করে জানাবো। আগামী সপ্তাহে সভা হবে।’