হাকিমির লাল কার্ডের দিনে অপ্রত্যাশিত হার পিএসজির

লিগ ওয়ানে দিনটি ভুলে যেতে চাইবে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। ২০ মিনিটে ১০ জনের দলে পরিণত হয়েছে তারা। লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন আশরাফ হাকিমি। তার মাঠ ছেড়ে যাওয়ার আগেই হজম করেছে এক গোল। তার পর তো খেই হারিয়ে লরিয়াঁর কাছে ম্যাচটা হেরেছে ৩-১ গোলে।

হারটা একারণেই অপ্রত্যাশিত যে ম্যাচটা ছিল পিএসজির ঘরের মাঠ পার্ক দ্যু প্রিন্সেসে। তার পরেও ১৫ মিনিটে হজম করে প্রথম গোল। গোলটি করেছেন আনমার্কড এনজো লে ফি। ৫ মিনিট পর তো কড়া চ্যালেঞ্জে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছেন হাকিমি। ৯ মিনিট পর অবশ্য গোল শোধ দিয়ে স্বাগতিক শিবিরে আশা জাগিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। গোলটি অবশ্য হয়েছে প্রতিপক্ষ গোলকিপারের ভুলের সুবাদেই।

কিন্তু একজন লোক কম থাকায় তার সুযোগটা নিয়েছে সফরকারী দল। ৩৯ মিনিটে স্কোর ২-১ করেছেন ইয়োঙ্গা। ৮৮ মিনিটে কফিনের শেষ পেরেকটি ঠুকে দেন দিয়েং।

অবশ্য দলের বাজে দশায় স্বাগতিক দর্শকরা যখন দুয়ো দিচ্ছিলেন। ঠিক তখন সমতা ফেরাতে গোলের খোঁজে মরিয়া ছিলেন মেসি-রামোসরা। কিন্তু মেসির কর্নার থেকে রামোস হেড করলেও সেই প্রচেষ্টা লক্ষ্যে থাকেনি। তাছাড়া পেরেইরার হেড সেভ করেছেন প্রতিপক্ষ গোলকিপার।

বাম্বা দিয়েং ৮৮ মিনিটে তৃতীয় গোলটি করলেও তার আগের মিনিটে জাল কাঁপিয়েছিলেন। যা অফসাইডের কারণে বাতিল হয়েছে।  

এই বছর সব প্রতিযোগিতা মিলে ৯টি ম্যাচ হারা পিএসজি ৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। লরিয়াঁ সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে উঠেছে টেবিলের দশ নম্বরে।