শক্তিশালী রাশিয়াকে হারাতে চায় বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো খেলতে এসেছে রাশিয়া। ইউরোপের অন্যতম শক্তিশালী দেশটি আগামীকাল বুধবার প্রথম ম্যাচে খেলতে নামছে। শুরুতে তাদের প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশ। তবে যতই শক্তিশালী হোক না কেন, রাশিয়াকে হারানোর লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাচ্ছে লাল সবুজ জার্সিধারীরা।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকাল সোয়া ৩টার ম্যাচে খেলার আগে বাংলাদেশ দলকে আত্মবিশ্বাসী মানসিকতায় পাওয়া গেলো। আগের ম্যাচে ভুটানকে ৮-১ গোলে উড়িয়ে দিয়েছে রুমা-তৃষ্ণারা।

বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ভুটানের বিপক্ষে যেভাবে আমরা খেলেছি, তা কালও দেখাতে পারলে জয় অসম্ভব কিছু না। খেলোয়াড়রা সবাই উজ্জীবিত আছে। আশা করছি রাশিয়ার বিপক্ষে তিন পয়েন্টই নিতে পারবো।’

তবে ইউরোপের উন্নত দেশটির বিপক্ষে জয়টা সহজ হবে না বুঝতে পারছেন স্বাগতিকদের অভিজ্ঞ কোচ, ‘রাশিয়ার ফুটবল কোন জায়গায় আছে তা সবাই জানে। তাদের বয়সভিত্তিক মেয়েদের দলটি শারীরিক ও টেকনিক্যালি এগিয়ে থাকবে। তবে আমরা কম নই। মাঠে শক্তিশালী রাশিয়ার বিপক্ষে নিজেদের পারফরম্যান্স দেখানোই আমাদের লক্ষ্য।’

সাফের এই আসরে অংশ নিচ্ছে ৫ দল। প্রথম ম্যাচ থেকে বাংলাদেশ তিন পয়েন্ট পেয়েছে। কাল রাশিয়ার  বিপক্ষে পয়েন্ট পেলে তা হবে বড়রকমের সাফল্য। ছোটন সে কথাই বলেছেন, ‘আমরা এতদিন সাফ অঞ্চলের দেশগুলোর সঙ্গে খেলে আসছি। ইউরোপের কোনও দেশের সঙ্গে খেলা সচরাচর হয় না। রাশিয়ার বিপক্ষে খেলে আমাদের খেলোয়াড়রা অনেক কিছু শিখতে পারবে। অভিজ্ঞ হবে। আরও সাহসী হবে। এটা ভবিষ্যতে কাজেও লাগবে।’