চাকরি ছেড়ে জাতীয় দলের ক্যাম্পে সুমন রেজা!

বিমান বাহিনীতে কর্মরত ছিলেন জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার সুমন রেজা। একই সময় আবার যোগ দিতে হবে জাতীয় দলের ক্যাম্পেও। কিন্তু একসঙ্গে দুই জায়গায় দায়িত্ব পালন করাটা তার জন্য কঠিন হয়ে পড়েছিল। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে বিমান বাহিনীর চাকরি ছেড়ে দিয়েছেন। বেছে নিয়েছেন জাতীয় দলকেই।

রবিবার আনুষ্ঠানিকভাবে চাকরি ছেড়ে দিলেও সুমনের পদত্যাগপত্র এখনও মঞ্জুর হয়নি। রাতে জাতীয় দলের ক্যাম্পেও যোগ দেওয়ার কথা। সুমন রেজা বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি চাকরি ছেড়ে দিয়ে ফুটবল ক্যাম্পে যোগ দিতে যাচ্ছি। যদিও আমার পদত্যাগ পত্র এখনও গৃহীত হয়নি।’

জাতীয় দলের ক্যাম্পে যোগদান প্রসঙ্গে ম্যানেজার ইকবাল হোসেন বলেছেন, ‘সুমন আজ চাকরি ছেড়ে দিয়েছে। এখন আর জাতীয় দলের ক্যাম্পে যোগদান নিয়ে কোনও সমস্যা নেই। রাতেই ও ক্যাম্পে যোগ দেবে।’

স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার প্রাথমিক দলে ২৭ জন খেলোয়াড় ডাকা হয়েছিল। সুমন রেজাকে পাওয়া এখন তার জন্য বড় স্বস্তির।