স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য আব্দুল হাকিম আর নেই

বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য শেখ আব্দুল হাকিম। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখান থেকে সুস্থ হয়ে আর ফেরা হলো না। শনিবার (২৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে মারা গেছেন তিনি (ইন্না...রাজিউন)।

তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

আব্দুল হাকিম যশোর জেলা দল, দিলকুশা, বিআইডিসি বা বিজেএমসি, ওয়ান্ডারার্স ছাড়াও বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন। এছাড়া স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য ছিলেন।

সাবেক জাতীয় ফুটবলার ও দেশের অন্যতম সেরা হকি কোচ কাওসার আলী যশোরেই বসবাস করেন। শেখ আব্দুল হাকিমের প্রয়াণে ভীষণ ব্যথিত তিনি। বলেন, ‘হাকিম ভাই যশোরের ক্রীড়াঙ্গনের অন্যতম ব্যক্তিত্ব। তাকে হারিয়ে আমরা সবাই ব্যথিত। ’

পারিবারিক সূত্রে জানা গেছে, যশোর উপশহরের এ ব্লক মসজিদে আসরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন হবে।