ইতালিকে গুঁড়িয়ে দিলো জার্মানি

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে নেই ইতালি। এই তো কিছুদিন আগেই আর্জেন্টিনার কাছে তিন গোল হজম করতে হয়েছে ইউরোপের অন্যতম শক্তিশালী দলটিকে। একটু স্বস্তি খুঁজছিল মানচিনির ইতালি। তা আর হলো কই, এবার তো পুরোনো প্রতিদ্বন্দ্বী জার্মানির কাছে ৫-২ গোলে বিধ্বস্ত।

মনশেনগ্লাডবাখের বরুশিয়া-পার্কে স্থানীয় সময় মঙ্গলবার রাতে নেশন্স লিগের ম্যাচটি ৫-২ গোলে জিতে নিয়ে আবারও নিজেদের জাত চেনালো জার্মানি। ম্যাচে জসুয়া কিমিখ দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান ইলকাই গিনদোয়ান। দ্বিতীয়ার্ধের শুরুতেই তৃতীয় গোলটি করেন টমাস মুলার। আর টিমো ভেরনারের শেষ দুই গোল ইতালিকে লজ্জায় ফেলে দেয়।

অন্যদিকে ম্যাচের শেষবেলায় ইতালির হয়ে দুটি গোল করেন বাস্তোনি ও গনোন্তোর। কিন্তু ততক্ষণে যা করার করে ফেলে জার্মানি।

আসরের প্রথম চার ম্যাচে জয়ের দেখা না পেলেও এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ইতালির রক্ষণভাগে আতঙ্ক সৃষ্টি করে রাখে মুলাররা।