টিভিএস প্রিমিয়ার ফুটবল লিগে শেখ জামালকে হারালো পুলিশ

টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ ২০২১-২২ এ শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব।

খেলাটি শনিবার (৭ মে) বিকালে রাজশাহী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স শাখার এআইজি মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার (৮ মে) এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের এম এস বাবলুর ৬২ মিনিটের মাথায় দেওয়া গোলে এগিয়ে যায় দলটি। শেষ পর্যন্ত এক গোলে এগিয়ে থেকে খেলা শেষ হয়। এবারের লিগে এই প্রথম শেখ জামাল ধানমন্ডি ক্লাব বাংলাদেশ পুলিশের কাছে পরাজিত হলো।

লিগে ১৪ ম্যাচে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের অর্জন ১৯ পয়েন্ট। এর আগে মুন্সীগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম পর্যায়ে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের খেলাটি ০-০ গোলে ড্র হয়।