থ্যাঙ্কগডের সঙ্গে সংঘর্ষে মাথায় ১৭টি সেলাই!

প্রিমিয়ার লিগে চট্টগ্রাম আবাহনীকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা কিংস। প্রতিপক্ষকে বড় ব্যবধনে বিধ্বস্ত করার দিনে দুর্ঘটনার শিকার হয়েছেন দলটির গোলকিপার হামিদুর রহমান রিমন। প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে তার মাথায় পড়েছে ১৭টি সেলাই!

মূলত ম্যাচের শেষ দিকে নিয়মিত গোলকিপার আনিসুর রহমান জিকোকে তুলে নিয়েছিলেন অস্কার ব্রুজন। জিকোর জায়গায় শেষ ১০ মিনিট বদলি হিসেবে খেলেন তরুণ হামিদুর রহমান রিমন। নামার পরই অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হন তিনি। চট্টগ্রাম আবাহনীর ফরোয়ার্ড পিটার থ্যাঙ্কগডের সঙ্গে সংঘর্ষে আঘাত পান মাথায়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ম্যাচশেষে তাকে হাসপাতালেও নিতে হয়েছে। সেখানেই সেলাই দেওয়া হয়েছে মাথায়। যদিও সিটি স্ক্যান রিপোর্টে অন্য কোনও সমস্যা ধরা পড়েনি।

বসুন্ধরা কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বিএ জোবায়ের নিপু বাংলা ট্রিবিউনকে বলেছেন,‘হামিদুর এখন ভালো আছেন। তার মাথায় ১৭টি সেলাই পড়েছে। ডাক্তাররা বলেছে ভয়ের কোনও কারণ নেই। আপাতত তাকে বিশ্রামে থাকতে হবে।’