মঙ্গলবার অলিখিত ফাইনালে মুখোমুখি হয়েছে আবাহনী-মোহামেডান। লিগ পর্বের শেষ ম্যাচে যারাই জিতবে শিরোপা হবে তাদের। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ- লিস্ট ‘এ’ ক্রিকেট হিসেবে স্বীকৃতি পাওয়ার পর এখন অব্দি কোনও শিরোপা জিততে পারেনি মোহামেডান। তবে এই সময় ৫টি শিরোপা জিতেছে আবাহনী। আকাশী-নীল জার্সিধারীদের সামনে সুযোগ হ্যাটট্রিক শিরোপা জেতার। সেক্ষেত্রে মাত্র ২৪১ রান করতে হবে আবাহনীকে।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে মোহামেডানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আবাহনী। দুই ওপেনার রনি তালুকদার ও তৌফিক খান তুষার মিলে সাবধানী শুরু করেছিলেন। তাদের ৫০ রানের জুটির পর কিছুটা ছন্দ হারায় মোহামেডান। তৌফিক ১৬ রানে আউট হলে দারুণ খেলতে থাকা রনিও সাজঘরে ফেরেন। আউট হওয়ার আগে খেলেন ৪৭ বলে ৪৬ রানের ইনিংস। এরপর আনিসুল ইসলাম ১৫ ও ফরহাদ হোসেন ৪২ রান করে আউট হন। পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ ও আরিফুল ইসলাম মিলে গড়েন ১০০ রানে গুরুত্বপূর্ণ জুটি।
এই জুটির পর মনে হচ্ছিল, মোহামেডানের স্কোরটা দেড়শ ছাড়িয়ে যাবে। যদিও শেষ অব্দি ঐতিহ্যবাহী ক্লাবটির ইনিংস থামে ৭ উইকেটে ২৪০ রানে। আরিফুল ও মাহমুদউল্লাহ দু’জনই খেলেন ৫০ রানের ইনিংস। শেষ দুই ওভারে মোহামেডানের ব্যাটাররা ১২ রানের বেশি করতে পারেনি। সাইফউদ্দিন ও নাসুম আহমেদ ব্যর্থ হন স্লগ ওভারে রান তুলতে।
আবাহনীর বোলারদের মধ্যে মৃত্যুঞ্জয় চৌধুরী ও মোসাদ্দেক হোসেন সৈকত দুটি করে উইকেট শিকার করেন। এছাড়া রিপন মন্ডল, মেহরাব হোসেন ও মাহফিজুর রহমান রাব্বি প্রত্যেকে একটি করে উইকেট শিকার করেন।