‘আন্ডাররেটেড’ তাইজুল, ‘এক টেস্ট দেখে যারা সমালোচনা করে, মনে হয় না তারা খেলা বোঝে’

চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়ের বোলারদের কঠিন পরীক্ষা নিয়েছেন তাইজুল ইসলাম। তার ঘূর্ণি জাদুতে ধসে পড়ে সফরকারীদের ব্যাটিং অর্ডার। দিন শেষে ৯ উইকেটে ২২৭ রান করেছে জিম্বাবুয়ে। ৫ উইকেটের সঙ্গে একটি রান আউট করেছেন তাইজুল। আজ ৫ উইকেট নেওয়ার পর তাকে ‘আন্ডাররেটেড’ উল্লেখ করে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এরপর সংবাদ সম্মেলনে এই স্পিনারকে এই প্রসঙ্গে জানতে চাইলে তিনিও সহমত প্রকাশ করেন।

অসাধারণ বোলিংয়ের জন্য তাইজুলকে অভিনন্দন জানিয়ে তামিম ফেসবুক পোস্টে লেখেন, ‘বর্তমানে বিশ্বের সবচেয়ে আন্ডাররেটেড বোলার। অন্য বর্তমান বোলারদের পরিসংখ্যান দেখলে আমার মতামতটা বুঝতে পারবেন। আরেকটি ৫ উইকেট নেওয়ার জন্য তোমাকে অভিনন্দন, তাইজুল!’

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তামিমের ফেসবুক পোস্ট প্রসঙ্গও আসে। এক প্রশ্নের জবাবে তাইজুল বলেছেন, ‘হ্যাঁ, আমার কাছে ওটাই মনে হয় (আন্ডাররেটেড)।’ এর কারণ কী জানতে চাইলে বলেন, ‘কারণ হয়তো আপনারাও ভালো জানেন আমার চেয়ে।’

সিলেট টেস্টে প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকার পর দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে নেন তাইজুল। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বাজিমাত করেছেন তিনি। নিজের পারফরম্যান্স নিয়ে তাইজুল বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, এতগুলো টেস্ট খেলে যত উইকেট হয়েছে, যারা একটা টেস্ট দেখে সমালোচনা করে, আমার মনে হয় না তারা খেলা বোঝে।’

দলের জয়ে অবদান রাখতে পেরে দারুণ খুশি তাইজুল জানিয়েছেন, ‘না, অবশ্যই তৃপ্তির একটা বিষয়। কারণ একজন ক্রিকেটার যখন ৫০টা টেস্ট খেলে ফেলবে, সিলেটে আমি যেভাবে বোলিং করেছি, এটা একজন খেলোয়াড়ের জন্য ভালো জিনিস না, এতগুলো টেস্ট খেলার পর এ রকম বোলিং। তারপর আবার কামব্যাক করেছি, এটা আসলে ভালো লাগার বিষয়। সবচেয়ে বড় বিষয় হলো দলের জন্য আমি অবদান রাখছি।’