এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে সৌদি আরবকে তৃতীয় সেমিফাইনালিস্ট উপহার দিয়েছে আল নাসর। তারা ৪-১ গোলে জাপানের ইওকোহামা এফ-মারিনোসকে পরাজিত করেছে। তাতে গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদোও। তাদের আগে থাইল্যান্ডের বুরিরাম ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে আল আহলি।
আল রিয়াদ ভিত্তিক আল নাসরের হয়ে প্রথম বড় কোনও ট্রফি জয়ের খোঁজে রয়েছেন রোনালদো। দলের তৃতীয় গোলটি করেছেন তিনি। দারুণ নৈপুণ্যে দলকে প্রথম সুবর্ণ সুযোগটিও বানিয়ে দিয়েছিলেন। মার্সেলো ব্রেজোভিচের পাস তার পথে ব্যাক হিল করেছিলেন পর্তুগিত তারকা। কিন্তু ক্রোয়েশিয়ানের শট রুখে দেন ইওকোহামা গোলকিপার।
গতবারের রানার্স আপ ইওকোহামা গত সপ্তাহেই জন্ম দেয় আলোচনার। ইংল্যান্ডের সাবেক সহকারী কোচ স্টিভ হল্যান্ডকে বরখাস্ত করেছে।
ম্যাচের প্রথম গোলটি আসে ২৭ মিনিটে। জাল কাঁপান শীতকালে চুক্তিবদ্ধ হওয়া জন ডুরান। চার মিনিট বাদে ব্যবধান বাড়ান সাদিও মানে। তার পর বিরতির সাত মিনিট আগে স্কোরশিটে নাম তুলেছেন রোনালদো। এবারের চ্যাম্পিয়ন্স লিগ ক্যাম্পেইনে ৭ ম্যাচে ৮ গোল করেছেন তিনি। যৌথভাবে শীর্ষ গোলদাতা হওয়ার পথে আর একটি পিছিয়ে তিনি। শীর্ষে রয়েছেন রিয়াদ মাহরেজ, সালেম আল দাওয়াসিরি, অ্যান্ডারসন ও জাসির আসানি।
বিরতির পর রোনালদোর প্রতি আক্রমণ থেকে পাওয়া সুযোগে জোড়া গোলের দেখা পান ডুরান। তিন মিনিট বাদে একটি গোল শোধ দেয় ইওকোহামা। গোল করেন কোতা ওয়াতানাবায়ে।
অবশ্য রোনালদো পুরো সময় মাঠে থাকেননি। সেমিফাইনাল সামনে দেখে তাকে ৬৬ মিনিটে উঠিয়ে নেন কোচ স্টেফানো পিওলি।
শেষ চারে হয়তো কাতারের আল সাদ অথবা জাপানের কাওয়াসাকি ফ্রন্টালের মুখোমুখি হবে আল নাসর।