পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার পক্ষে সৌরভ

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় ভারত ও পাকিস্তানের মাঝে ফের উত্তেজনা দেখা দিয়েছে। এই ঘটনায় পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করা উচিত বলে মনে করেন, ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। 

ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, ‘পাকিস্তানের সঙ্গে শতভাগ সম্পর্ক ছিন্ন করা উচিত। কড়া পদক্ষেপ নেওয়া উচিত। এটা কোনও রসিকতা নয় যে প্রতি বছর এমন ঘটনা ঘটে চলবে। সন্ত্রাসবাদ সহ্য করা যাবে না।’

পহেলগাঁওয়ের ঘটনার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা জোর দিয়েই বলেছেন, এই ঘটনায় ভারত পাকিস্তানের সঙ্গে কোনও ধরনের দ্বিপক্ষীয় সিরিজ খেলবে না। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলতে ভারত সফর করেছিল পাকিস্তান। ভারত অবশ্য এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান সফর করেনি। 

রাজনৈতিক টানাপোড়েনে আগে থেকেই দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক ভালো নয়। ২০০৮ সালের পর পাকিস্তান সফর করেনি ভারত। তাছাড়া দুই দেশ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে সর্বশেষ ২০১২-১৩ সালে। এমনিতে দুই দেশ এখন শুধু বৈশ্বিক ইভেন্টেই মুখোমুখি হয়ে থাকে। যেমন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, বিশ্বকাপ কিংবা এশিয়া কাপে। 

সর্বশেষ পাকিস্তান আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেলে দুবাইয়ে নিজেদের সবগুলো ম্যাচ খেলেছে ভারত। তাছাড়া আইসিসি চেয়ারম্যান জয় শাহ সিদ্ধান্ত নিয়েছেন, ভারত, পাকিস্তান যেখানেই টুর্নামেন্ট হোক ২০২৪-২৭ চক্রে আইসিসির সব ইভেন্টে এখন থেকে এই মডেল অনুসরণ করা হবে।