প্রথম বিভাগে নেমে গেলো পারটেক্স

তিন দলের রেলিগেশন লিগে শাইনপুকুর ক্রিকেট ক্লাব টানা দুই ম্যাচ হেরে প্রথম বিভাগে নেমে গেছে। তাদের সঙ্গে অন্য দলটি কে, তা চূড়ান্ত হলো ব্রাদার্স ইউনিয়ন ও পারটেক্স স্পোর্টিংয়ের ম্যাচ শেষে। বৃহস্পতিবার মিরপুরে রেলিগেশন লিগের শেষ ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে ১১৩ রানে হেরে দ্বিতীয় দল হিসেবে প্রথম বিভাগে নেমে গেছে পারটেক্স। 

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ব্রাদার্স ইউনিয়ন ৯ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে রাকিবুল আতিক ও অলক কাপালির বোলিংয়ে ১৮১ রানে অলআউট হয় পারটেক্স। দলের হয়ে সর্বোচ্চ ৮৫ রান আসে ওপেনার আদিলের ব্যাট থেকে। 

ব্রাদার্সের বোলারদের মধ্যে রাকিবুল ও অলক প্রত্যেকে তিনটি করে উইকেট শিকার করেন। সালাউদ্দিন শাকিল নেন দুটি উইকেট।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ব্রাদার্সের দুই ওপেনার মাহফিজুল ইসলাম রবিন ও মাইশুকুর রহমান মিলে দারুণ জুটি গড়েন। তাদের ১২০ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় ব্রাদার্স। রবিন মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন। ৯৭ বলে ১০ চার ও ৫ ছক্কায় ৯৮ রানের ইনিংস খেলেন ব্রাদার্সের এই ওপেনার। মাইশুকুর আউট হন ৫০ রানে। এরপর আইচ মোল্লার ৪৮ ও মিজানুর রহমানের ৪২ রানের ওপর দাঁড়িয়ে ব্রাদার্স ২৯৪ রানের সংগ্রহ দাঁড় করায়।

পারটেক্সের বোলারদের মধ্যে শহীদুল ইসলাম, আলাউদ্দিন বাবু ও ইয়াসিন মুনতাসির প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেন।