হৃদয়-মাহমুদউল্লাহর ব্যাটে মোহামেডানের জয়

লিগ পর্বের শেষ ম্যাচে আম্পায়ারের সঙ্গে অখেলোয়াড়সুলভ আচরণ করে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন তাওহীদ হৃদয়। তবে যথাযথ আইন না মেনে তাকে ফেরানো হয় এক ম্যাচ পরেই। অগ্রণী ব্যাংকের বিপক্ষে ম্যাচ খেলার পর এই নিয়ে মিরপুরে বেশ উত্তেজনা বিরাজ করছে। টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এনামুল হক মনিও পদত্যাগ করেছেন। বাংলাদেশের এলিট আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকতও পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। এমন ঘটনার দিনেই মোহামেডানকে জেতালেন হৃদয়। তার ৬২ রানের ইনিংসে গুলশান ক্রিকেট ক্লাবকে হারিয়েছে মোহামেডান। মাহমুদউল্লাহও খেলেছেন ৭১ রানের ঝলমলে ইনিংস। 

বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাটিং করে গুলশান ক্রিকেট ক্লাব ২২৪ রান করে। জবাবে খেলতে নেমে হৃদয় ও মাহমুদউল্লাহর ব্যাটে মোহামেডান ৫ উইকেটের জয় পায়। টপ অর্ডার ব্যর্থ হওয়ার পর দুজনে হাল ধরেন, একসঙ্গে গড়েন ৯৪ রানের জুটি। হৃদয় আউটের পর আরিফুলকে সঙ্গে নিয়ে মাহমুদউল্লাহ ৪৬ রান তোলেন। তাতেই জয়ের বন্দরে পৌঁছে যায়। ১০৩ বলে ৭১ রানের ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। চলতি লিগের প্রথম হাফ সেঞ্চুরি তার। 

এর আগে গুলশানের সংগ্রহে সর্বোচ্চ ৫৭ রান আসে শাকিলের ব্যাট থেকে। মোহামেডানের বোলারদের মধ্যে সাইফউদ্দিন সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন। দুটি করে উইকেট নেন আবু হায়দার রনি, নাসুম আহমেদ ও নাবিল সামাদ।