বাংলাদেশকে হারানোর ভালো সুযোগ দেখছেন জিম্বাবুয়ে ওপেনার

জিম্বাবুয়ে ওপেনার ব্রায়ান বেনেট বিশ্বাস করেন, সিলেটে বাংলাদেশের বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিন শেষে তার দল শক্ত অবস্থানে।

বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৫৭ রান করে দিন শেষ করেছে। মেহেদী হাসান মিরাজের ফাইফারে জিম্বাবুয়েকে ২৭৩ রানে অলআউট করে ৮২ রানে পিছিয়ে ছিল স্বাগতিকরা।

প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৯১ রানে অলআউট করার পর জিম্বাবুয়ে ব্যাট হাতে তীব্র লড়াই গড়ে তোলে। তারপর দিন শেষ হওয়ার আগে বাংলাদেশের উইকেট নিয়ে ব্রেকথ্রু আনে তারা।

৬৪ বলে ৫৭ রান করা বেনেট বললেন, ‘বাংলাদেশকে ১৯১ রানে অলআউট করার পর ব্যাট হাতে গত রাতের পারফরম্যান্স শেষে আমার মনে হচ্ছে এখন খেলায় ভারসাম্য এসেছে।’

তিনি বললেন, ‘আমরা মনে করি শেষ বিকেলে উইকেটটি নিয়ে আমরা কিছুটা এগিয়ে গেছি। আগামীকাল হতে যাচ্ছে বড় একটি দিন।’

তৃতীয় দিনে ম্যাচের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ে নিতে পারবে বিশ্বাস বেনেটের, ‘আমার মতে এই ম্যাচ জেতার দারুণ একটা সুযোগ আমাদের আছে।’

তার ব্যাখ্যা, ‘আমরা এখনও ২০-৩০ রানে এগিয়ে। আমাদের বোলাররা আজ রাতে বিশ্রাম নিয়ে কাল মাঠে ফিরে কঠিন লড়াই গড়বে। কেউ জানে না কী ঘটতে পারে। এই টেস্টে এখনও অনেক সময় আছে।’

পিচ বদলে গেছে, ব্যাটাররা সুবিধা পাবে মানছেন বেনেট, ‘এখন ব্যাট করা অনেক সহজ হয়ে গেছে। এখনও কিছু টার্ন আছে, কিন্তু সিমাররা গতকালকের চেয়ে বেশি টার্ন পাচ্ছে।’

জয়ের দুটি ক্যাচ ফসকানো নিয়ে তিনি বলেছেন, ‘কেউই ক্যাচ ফেলতে চায় না। আমাদের একে অন্যের পাশে থাকতে হবে। কেউ কারও সঙ্গে আমরা ধমক দিয়ে কথা বলি না। আমরা কাল আরও শক্তিশালী হয়ে ফিরবো।’

জিম্বাবুয়ে শেষবার বাংলদেশকে হারিয়েছিল ২০১৮ সালে এই সিলেটে। সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে উজ্জীবিত জিম্বাবুয়ে। বেনেট বললেন, ‘আমরা বাংলাদেশে টেস্ট খুব একটা জিততে পারিনি। এই অবস্থানে থেকে আমরা মনে করছি আমাদের খুব ভালো সুযোগ আছে। স্কোয়াডের ১৫ জনের সবার প্রতি আমাদের বিশ্বাস আছে।’